দুইবার পেছানোর পর আজ থেকে মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। টানা বর্ষণে সংশয় ছিল লিগ মাঠে গড়াবে কিনা। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত লিগ কমিটি সিডিউল ঠিক রেছেছে। অর্থাৎ আজ থেকেই ফুটবলে দেশসেরা এ লড়াই মাঠে গড়াচ্ছে। প্রথম পর্বের মতোই ফিকশ্চার সাজানো হয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ফিরতি পর্বে প্রথম ম্যাচে ফরাশগঞ্জের মুখোমুখি হচ্ছে। দ্বিতীয় ম্যাচে লড়বে আবাহনী ও রহমতগঞ্জ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে। লম্বা বিরতিতে লিগের আকর্ষণ অনেকটা কমে যায়। ফুটবলাররা সেই গতিটা ধরে রাখতে পারে না। বাংলাদেশের মতো থেমে থেমে লিগ কোথাও হয় না। অবশ্য এবার দ্বিতীয় পর্ব দেরি করার পেছনে যুক্তিসঙ্গত কারণও ছিল। বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ পর্বের লড়াইয়ে বাংলাদেশ ঢাকায় মুখোমুখি হয়েছিল কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিপক্ষে। এ ছাড়া তিনটি প্রস্তুতি ম্যাচও হয়। ফুটবলাররা জাতীয় দলে ক্যাম্পে ছিল বলেই লিগে লম্বা বিরতি রাখা হয়।
লিগ কমিটি শিডিউল পরিবর্তন করেনি। কিন্তু যে বর্ষণ চলছে তা যদি আজ বিকাল পর্যন্ত অব্যাহত থাকে তাহলে খেলা শুরু করা সত্যিই মুশকিল হয়ে পড়বে। প্রথম পর্ব পার হলেও কে যে এবার পেশাদার লিগে শিরোপা জিতবে বলা যাচ্ছে না। কোনো দলই অপরাজিত নেই। ১০ ম্যাচে শেখ জামাল ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ঢাকা মোহামেডান, শেখ রাসেল ও ব্রাদার্স ইউনিয়ন সমানসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল পার্থক্য মোহামেডানের অবস্থান দ্বিতীয়। মাত্র ৩ পয়েন্ট এগিয়ে থাকাতে শেখ জামালের এই অবস্থান ধরে রাখাটা মুশকিল হবে। দ্বিতীয় পর্বে হাড্ডাহাড্ডি লড়াই হবে। শেখ রাসেল দলের শক্তি বাড়াতে কোচ বদলের পাশাপাশি, নতুন বিদেশি ফুটবলারও উড়িয়ে এনেছে। মোহামেডানেও নতুন বিদেশি দেখা যাবে। অর্থাৎ দ্বিতীয় পর্বে শিরোপা জিততে মরিয়া হয়ে মাঠে নামবে দলগুলো। ফিকশ্চার অনুযায়ী ১৩ আগস্ট লিগ শেষ হওয়ার কথা। কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে পরবর্তী ম্যাচে প্রস্তুতিও বর্ষণের কারণে শিডিউল রক্ষা করা যাবে কিনা তা দেখার বিষয়।
পেশাদার লিগ দ্বিতীয় পর্ব শুধু ঢাকা নয়, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে।
শিরোনাম
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর
- পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
দ্বিতীয় পর্ব শুরু আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর