দুইবার পেছানোর পর আজ থেকে মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। টানা বর্ষণে সংশয় ছিল লিগ মাঠে গড়াবে কিনা। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত লিগ কমিটি সিডিউল ঠিক রেছেছে। অর্থাৎ আজ থেকেই ফুটবলে দেশসেরা এ লড়াই মাঠে গড়াচ্ছে। প্রথম পর্বের মতোই ফিকশ্চার সাজানো হয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ফিরতি পর্বে প্রথম ম্যাচে ফরাশগঞ্জের মুখোমুখি হচ্ছে। দ্বিতীয় ম্যাচে লড়বে আবাহনী ও রহমতগঞ্জ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে। লম্বা বিরতিতে লিগের আকর্ষণ অনেকটা কমে যায়। ফুটবলাররা সেই গতিটা ধরে রাখতে পারে না। বাংলাদেশের মতো থেমে থেমে লিগ কোথাও হয় না। অবশ্য এবার দ্বিতীয় পর্ব দেরি করার পেছনে যুক্তিসঙ্গত কারণও ছিল। বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ পর্বের লড়াইয়ে বাংলাদেশ ঢাকায় মুখোমুখি হয়েছিল কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিপক্ষে। এ ছাড়া তিনটি প্রস্তুতি ম্যাচও হয়। ফুটবলাররা জাতীয় দলে ক্যাম্পে ছিল বলেই লিগে লম্বা বিরতি রাখা হয়।
লিগ কমিটি শিডিউল পরিবর্তন করেনি। কিন্তু যে বর্ষণ চলছে তা যদি আজ বিকাল পর্যন্ত অব্যাহত থাকে তাহলে খেলা শুরু করা সত্যিই মুশকিল হয়ে পড়বে। প্রথম পর্ব পার হলেও কে যে এবার পেশাদার লিগে শিরোপা জিতবে বলা যাচ্ছে না। কোনো দলই অপরাজিত নেই। ১০ ম্যাচে শেখ জামাল ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ঢাকা মোহামেডান, শেখ রাসেল ও ব্রাদার্স ইউনিয়ন সমানসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল পার্থক্য মোহামেডানের অবস্থান দ্বিতীয়। মাত্র ৩ পয়েন্ট এগিয়ে থাকাতে শেখ জামালের এই অবস্থান ধরে রাখাটা মুশকিল হবে। দ্বিতীয় পর্বে হাড্ডাহাড্ডি লড়াই হবে। শেখ রাসেল দলের শক্তি বাড়াতে কোচ বদলের পাশাপাশি, নতুন বিদেশি ফুটবলারও উড়িয়ে এনেছে। মোহামেডানেও নতুন বিদেশি দেখা যাবে। অর্থাৎ দ্বিতীয় পর্বে শিরোপা জিততে মরিয়া হয়ে মাঠে নামবে দলগুলো। ফিকশ্চার অনুযায়ী ১৩ আগস্ট লিগ শেষ হওয়ার কথা। কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে পরবর্তী ম্যাচে প্রস্তুতিও বর্ষণের কারণে শিডিউল রক্ষা করা যাবে কিনা তা দেখার বিষয়।
পেশাদার লিগ দ্বিতীয় পর্ব শুধু ঢাকা নয়, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে।
শিরোনাম
- ১২৫ যুদ্ধবিমান দিয়ে ভারতে পাল্টা হামলা চালায় পাকিস্তান
- যে কারণে ‘৩ ইডিয়টস’ করতে ভয় পেয়েছিলেন আমির-মাধবন
- সংঘাতের মধ্যেই পাকিস্তান-ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ শুরু
- আইপিএলে ধোনির রেকর্ড
- বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম
- পোপ নির্বাচন করতে ভ্যাটিকানে সমবেত হয়েছেন কার্ডিনালরা
- পাকিস্তানের হামলার ভয়ে ফের ব্ল্যাকআউট অমৃতসার, মধ্যরাতে বিস্ফোরণের শব্দ
- গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত
- স্বৈরাচার শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার
- ভারত-পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামাতে বললেন ট্রাম্প
- ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ
- 'দাঁতভাঙা জবাব' দিয়েছে পাকিস্তান, শেহবাজের দাবি
- সৃষ্টিশীলতার মাধ্যমে সভ্যতা বিনির্মাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন প্রকৌশলীরা
- রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য চাই: ব্রাহ্মণবাড়িয়ায় গোলটেবিল বৈঠকে বক্তারা
- পাকিস্তানের সঙ্গে সংঘাত ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে: রয়টার্স
- ভারত থেকে এভাবে ‘পুশ–ইন’ সঠিক প্রক্রিয়া নয় : খলিলুর রহমান
- গম্ভীরের সঙ্গে টানাপোড়েন? ২৪ ঘণ্টার মধ্যে অবসর নিলেন রোহিত
- বাংলাদেশিদের ভিসা চালুর অগ্রগতিতে আরব আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
- কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- উলবাকিয়া মশায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশে আশা দেখছেন গবেষকরা
দ্বিতীয় পর্ব শুরু আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর