দুইবার পেছানোর পর আজ থেকে মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। টানা বর্ষণে সংশয় ছিল লিগ মাঠে গড়াবে কিনা। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত লিগ কমিটি সিডিউল ঠিক রেছেছে। অর্থাৎ আজ থেকেই ফুটবলে দেশসেরা এ লড়াই মাঠে গড়াচ্ছে। প্রথম পর্বের মতোই ফিকশ্চার সাজানো হয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ফিরতি পর্বে প্রথম ম্যাচে ফরাশগঞ্জের মুখোমুখি হচ্ছে। দ্বিতীয় ম্যাচে লড়বে আবাহনী ও রহমতগঞ্জ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে। লম্বা বিরতিতে লিগের আকর্ষণ অনেকটা কমে যায়। ফুটবলাররা সেই গতিটা ধরে রাখতে পারে না। বাংলাদেশের মতো থেমে থেমে লিগ কোথাও হয় না। অবশ্য এবার দ্বিতীয় পর্ব দেরি করার পেছনে যুক্তিসঙ্গত কারণও ছিল। বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ পর্বের লড়াইয়ে বাংলাদেশ ঢাকায় মুখোমুখি হয়েছিল কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিপক্ষে। এ ছাড়া তিনটি প্রস্তুতি ম্যাচও হয়। ফুটবলাররা জাতীয় দলে ক্যাম্পে ছিল বলেই লিগে লম্বা বিরতি রাখা হয়।
লিগ কমিটি শিডিউল পরিবর্তন করেনি। কিন্তু যে বর্ষণ চলছে তা যদি আজ বিকাল পর্যন্ত অব্যাহত থাকে তাহলে খেলা শুরু করা সত্যিই মুশকিল হয়ে পড়বে। প্রথম পর্ব পার হলেও কে যে এবার পেশাদার লিগে শিরোপা জিতবে বলা যাচ্ছে না। কোনো দলই অপরাজিত নেই। ১০ ম্যাচে শেখ জামাল ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ঢাকা মোহামেডান, শেখ রাসেল ও ব্রাদার্স ইউনিয়ন সমানসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল পার্থক্য মোহামেডানের অবস্থান দ্বিতীয়। মাত্র ৩ পয়েন্ট এগিয়ে থাকাতে শেখ জামালের এই অবস্থান ধরে রাখাটা মুশকিল হবে। দ্বিতীয় পর্বে হাড্ডাহাড্ডি লড়াই হবে। শেখ রাসেল দলের শক্তি বাড়াতে কোচ বদলের পাশাপাশি, নতুন বিদেশি ফুটবলারও উড়িয়ে এনেছে। মোহামেডানেও নতুন বিদেশি দেখা যাবে। অর্থাৎ দ্বিতীয় পর্বে শিরোপা জিততে মরিয়া হয়ে মাঠে নামবে দলগুলো। ফিকশ্চার অনুযায়ী ১৩ আগস্ট লিগ শেষ হওয়ার কথা। কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে পরবর্তী ম্যাচে প্রস্তুতিও বর্ষণের কারণে শিডিউল রক্ষা করা যাবে কিনা তা দেখার বিষয়।
পেশাদার লিগ দ্বিতীয় পর্ব শুধু ঢাকা নয়, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে।
শিরোনাম
- মাছের ঘের নিয়ে গোলাগুলি, কক্সবাজারে নিহত ১
- উন্মোচনের আগেই বাজারে আইফোন ১৭!
- বিশ্বের প্রথম স্মার্টফোন: কোন কোম্পানির, কেমন ছিল সেই ডিভাইস
- আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা
- কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
- জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
দ্বিতীয় পর্ব শুরু আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর