কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে হারাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ব্রাজিলকে ৪-৩ গোলে হারায় প্যারাগুয়ে।
চিলির মাঠে বাংলাদেশ সময় রবিবার ভোর সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ টান টান উত্তেজনা নিয়ে খেলাটি চলে। ১-১ গোলের সমতায় ৯০ মিনিটের খেলা শেষ করে প্যারাগুয়ে ও ব্রাজিল। ফলে ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ৪-৩ গোলে জিতে যায় প্যারাগুয়ে।
ব্রাজিলের পক্ষে ১৫ মিনিটের মাথায় গোল করেন রবিনহো। অন্যদিকে ৭২ মিনিটে প্যারাগুয়ের পক্ষে গোল শোধ করে সমতা আনেন ডি গঞ্জালেস। এর পর নির্ধারিত সময়ে উত্তেজনা বাড়লেও কোনো গোল হয়নি। ট্রাইব্রেকারে প্যারাগুয়ের পক্ষে গোল করেন অসভালদো মার্তিনেস, ভিক্তর কাসেরেস, রাউল ববাদিয়া ও গনঞ্জালেস। ব্রাজিলের পক্ষে গোল করেন ফের্নান্দিনিয়ো, মিরান্দা ও ফিলিপে কৌতিনিয়ো।
নেইমারবিহীন দুঙ্গার দল প্রথম থেকেই বেশ আক্রমণাত্বক ভঙ্গিতে খেলা শুরু করে। কিন্তু শেষরক্ষা হয়নি। আগের আসরেও প্যারাগুয়ের কাছে কোয়ার্টার ফাইনালে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল ব্রাজিল। ম্যাচে ছিল হলুদ কার্ডের ছড়াছড়ি। প্যারাগুয়ের ৪ খেলোয়াড় ও ব্রাজিলের ১ খেলোয়াড হলুদ কার্ড পেয়েছেন।
ফুটবল ভক্তরা আশা করেছিলেন, সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনাকে মুখোমুখি হবে। তা আর হল না। সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে প্যারাগুয়ে ও চিলির মুখোমুখি হবে পেরু।
বিডি-প্রতিদিন/২৮ জুন ২০১৫/শরীফ