কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে প্যারাগুয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে ফেভারিট ব্রাজিল। কোয়ার্টারে হারের জন্য ব্রাজিল কোচ ডুঙ্গা দায়ী করেছেন দলের ফুটবলারদের অসুস্থতাকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
৫১ বছর বয়সী ডুঙ্গা সংবাদসম্মেলনে প্যারাগুয়ের কাছে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, 'এটা কোনো অজুহাত হতে পারে না। তারপরও অসুস্থতার জন্য অনুশীলনে কাটছাঁট করেছি আমরা। ম্যাচের আগে দলের ১৫ জন ফুটবলারই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।'
অসুস্থতার জন্য শেষ আটের আগে প্রস্ততিতে ঝামেলা হয়েছে বলে মনে করেন ডুঙ্গা। তিনি বলেন, 'খেলোয়াড়রা মাথা ও পিঠের ব্যথায় আক্রান্ত হয়েছে। এ জন্য তাদের অনুশীলনও কম করিয়েছি আমরা। আর ফুটবলারদের মধ্যে কয়েকজন বমিও কয়েছেন। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে অসুস্থতা অনুভব করে উইলিয়ান আর খেলার শেষ দিকে অসুস্থ হয়েছে রবিনহো।'
উল্লেখ্য, আজ ভোরে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে হারে ব্রাজিল।
বিডি-প্রতিদিন/২৮ জুন ২০১৫/শরীফ