কানাডায় চলমান সপ্তম ফিফা নারী বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। আয়োজক কানাডাকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে উঠলো দলটি। ১৯৯০ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপের [পুরুষ ও নারী ফুটবল বিশ্বকাপ] সেমিতে উঠার কৃতিত্ব দেখালো ইংল্যান্ড। খবর বিবিসির
ম্যাচের ৩ মিনিটের মধ্যেই ২টি গোল দিয়ে বসে ইংল্যান্ড। পরবর্তীতে একটি মাত্র গোল শোধ করতে পারে আয়োজক দেশটি। অথচ বল দখলের লড়াইয়ে বিশাল ব্যবধানে এগিয়ে ছিল কানাডা। শতকরা হিসাবে বল ৬৭ শতাংশ ছিল কানাডার দখলে। অার বাকিটা ইংল্যান্ডের দখলে।
এদিকে, আগামী ২ জুলাই অনুষ্ঠেয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন জাপানের মুখোমুখি হবে ইংল্যান্ড। আর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ৩০ জুন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে জার্মানি।
বিডি-প্রতিদিন/২৮ জুন ২০১৫/শরীফ