জিম্বাবুয়ে চলতি বছরের আগস্টে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রি-দেশীয় একদিনের সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে। পাকিস্তান ইতোমধ্যে হ্যাঁ বলে দিলেও ওয়েস্ট ইন্ডিজ এ বিষয়ে একটু সময় নিয়েছিল। অবশেষে ক্যারিবীয়দের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেলো জিম্বাবুয়ে।
আগামী আগস্টে প্রাথমিকভাবে পাকিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে দ্বি-দেশীয় সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু কোনো অদৃশ্য কারণে হঠাৎ করেই তারা ত্রি-দেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করে বসে। মনে করা হচ্ছে, বাংলাদেশকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা থেকে বিরত রাখতেই পাকিস্তানের ষড়যন্ত্রে ত্রি-দেশীয় সিরিজটি আয়োজন করছে জিম্বাবুয়ে।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে স্বাগতিক ইংল্যান্ডসহ আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে থাকা ৮টি দেশ। সে হিসাবে বর্তমানে একদিনের ক্রিকেট র্যাংকিংয়ে সাত নম্বরে থাকা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে। অবশ্য সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশকে বর্তমান র্যাংকিং ধরে রাখতে হবে। কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ওই ত্রি-দেশীয় সিরিজটিই। কারণ সেপ্টেম্বরের আগে কোনো ওয়ানডে সিরিজ বা ম্যাচ ছিল না র্যাংকিংয়ের ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের। তাই ত্রি-দেশীয় সিরিজে অংশ নিয়ে পয়েন্ট বাড়িয়ে নিতে মরিয়া দলটি। তবে জুলাইয়ে ওয়ানডে সিরিজ রয়েছে পাকিস্তানের। শ্রীলঙ্কার বিপক্ষে ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। র্যাংকিংয়ে এখন পাকিস্তান ৯ নম্বরে। ফলে শ্রীলংকার বিপক্ষে একদিনের সিরিজে ভালো ফলাফল করতে পারলে তাদেরও সমূহ সম্ভাবনা রয়েছে। তাই সব কিছু মিলিয়ে চূড়ান্তভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য বাংলাদেশকে জটিল পরিসংখ্যানের মুখোমুখি হওয়া লাগতে পারে।
বিডি-প্রতিদিন/২৮ জুন ২০১৫/শরীফ