ভারত সিরিজ শেষে ঈদের ছুটিতে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা এখন যে যার মতো সময় কাটাচ্ছেন। এদের মধ্যে কেউ কেউ ফিরে গেছেন নিজ শহরে। তাদের মধ্যে একজন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। ছুটিতে তিনি বোনকে নিয়ে ফিরে গেছেন নিজ শহর রংপুরে।
ক্রিকেট খেলার মতো নাসির হোসেন যে মাছ ধরায়ও পটু তা হয়তো জানেন না অনেক মানুষই। বহুদিন পর তাই বাড়িতে ফিরে নাসির চলে গেলেন নিজেদের পুকুরে। সেখানে বড়শি দিয়ে মাছ ধরায় মেতে উঠলেন। তারপর সেই মাছ ধরার একটি ছবি তুলে সেটা পোস্ট করে দিলেন নিজের ফেসবুক ফেরিফাইড পেজে।
বিডি-প্রতিদিন/২৮ জুন, ২০১৫/মাহবুব