দুর্বল প্রতিপক্ষ ফরাশগঞ্জ হলেও দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচে কিছুটা হলেও দুশ্চিন্তায় ছিল শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কেননা এই ফরাশগঞ্জই প্রথম পর্বে ড্র করে রুখে দিয়েছিল ফেবারিট শেখ রাসেল ক্রীড়াচক্রকে। তাছাড়া এক মাসের বেশি সময় পর লিগে নামে শেখ জামাল। তাই প্রথম ম্যাচটা কেমন হয় এ নিয়ে দুশ্চিন্তা থাকাটা স্বাভাবিক। না, কোনো অঘটন নয়। চ্যাম্পিয়নরা দ্বিতীয় পর্বটা শুরু করল দুর্দান্তভাবে। ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে পুরান ঢাকার ফরাশগঞ্জকে। শেখ জামালের জয় প্রত্যাশিত। কিন্তু ব্যবধান এত বড় হবে মামুনুলরা তা ভাবেননি। পাকিস্তান আমলে দুর্বল প্রতিপক্ষকে ১০ বা ১৩ গোল দেওয়া কোনো ব্যাপারই ছিল না। এক পুলিশকে মোহামেডান কতবার ১১ গোলে হারিয়েছে তার হিসাব বের করা মুশকিল। স্বাধীনতার পর কোনো ম্যাচে ৯ গোল হয়েছে এমন সংখ্যা কমই বলা যায়। গতবার লিগে উত্তর বারিধারাকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছিল শেখ জামাল। এবারে লিগে এটাই কোনো দলের সর্বোচ্চ ব্যবধানে জয়। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে প্রথম পর্বে শীর্ষে ছিল শেখ জামাল। কিন্তু এতে সন্তুষ্ট হতে পারছিলেন না টিম কর্তৃপক্ষ। তাই কোচ বদল করে আফুসির হাতে প্রশিক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয়। বিশ্বকাপ বাছাইপর্ব খেলার পর দলের বেশ ক’জন খেলোয়াড় নাকি ইনজুরিতে ছিল। কিন্তু রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল যে পারফরম্যান্স প্রদর্শন করেছে তাতে কখনো মনে হয়নি খেলোয়াড়দের কোনো সমস্যা রয়েছে। প্রথম পর্বেও হার মেনেছিল ফরাশগঞ্জ। তারপরও কিছুটা লড়াই করেছিল। কাল যেন পুরান ঢাকার দলটিকে ভেঙে চুরমার করে দিয়েছে চ্যাম্পিয়নরা। বলা যায়, গোলের স্রোতে ভেসে গেছে ফরাশগঞ্জ। শুধু ৯ গোল দিয়ে রেকর্ডই গড়েনি শেখ জামাল, এত বড় জয়ে দলের দুই খেলোয়াড় হ্যাটট্রিকের কৃতিত্ব পেয়েছে। ওয়েডসন ২৫, ৪৫, ৫০ ও ৬৫ মিনিটে জালে বল পাঠিয়ে হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। আর যে মামুনুল শুধু সতীর্থদের গোল দেওয়ার পথ তৈরি করে দিতেন। তিনিও কাল হ্যাটট্রিক করেছেন। ৫৩ মিনিটে পেনাল্টি, ৭৩ ও ৯০ মিনিটে তিনটি গোল করেন। ল্যান্ডিং আর তকলিশ ১টি করে গোল করেন। ৩৮ মিনিটে ফরাশগঞ্জের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন আকিনেল। ২৩ পয়েন্ট পেলেও শেখ রাসেল, মোহামেডান ও ব্রাদার্স ২০ পয়েন্ট নিয়ে একেবারে ঘাড়েই নিঃশ্বাস ফেলছিল। তাই দলের শক্তি বাড়াতে শেখ জামাল চেয়েছিল হাইতির সনি নর্দেকে। কিন্তু মোহনবাগানের বাধার কারণে তার আর ঢাকা আসা সম্ভব হয়নি। কিন্তু ফরাশগঞ্জের বিপক্ষে শুরুতে বড় জয় পেয়ে সনিকে না পাওয়ার হতাশা কিছুটা দূর হয়েছে শেখ জামালের। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনী ৩-২ গোলে রহমতগঞ্জকে পরাজিত করেছে। বিজয়ী দলের সানডে সিজুক ২, মরিসন ১ ও রহমতগঞ্জ সোহেল আর নুরুল আফসার ১টি করে গোল করে।
শিরোনাম
- 'দাঁতভাঙা জবাব' দিয়েছে পাকিস্তান, শেহবাজের দাবি
- সৃষ্টিশীলতার মাধ্যমে সভ্যতা বিনির্মাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন প্রকৌশলীরা
- রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য চাই: ব্রাহ্মণবাড়িয়ায় গোলটেবিল বৈঠকে বক্তারা
- পাকিস্তানের সঙ্গে সংঘাত ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে: রয়টার্স
- ভারত থেকে এভাবে ‘পুশ–ইন’ সঠিক প্রক্রিয়া নয় : খলিলুর রহমান
- গম্ভীরের সঙ্গে টানাপোড়েন? ২৪ ঘণ্টার মধ্যে অবসর নিলেন রোহিত
- বাংলাদেশিদের ভিসা চালুর অগ্রগতিতে আরব আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
- কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- উলবাকিয়া মশায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশে আশা দেখছেন গবেষকরা
- পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
- রোগীদের সুস্থতায় নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ : চসিক মেয়র
- সিরাজগঞ্জে আন্দোলনে আহতদের মাঝে ২ কোটি ৪৯ লাখ টাকার চেক বিতরণ
- টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার
- দেশে প্রথমবারের মতো দুইটি ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা
- পাকিস্তানে ভারতের হামলা ‘সর্বাত্মক যুদ্ধের’ ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক
- পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
- পাকিস্তান-ভারত উত্তেজনার মধ্যেও চলবে পিএসএল
- রৌমারী-ভূরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশিসহ আটক ৪৪
- পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮: ভারতীয় সেনাবাহিনী
- 'শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই'
মামুনুল ওয়েডসনের হ্যাটট্রিকে শেখ জামালের গোল উৎসব
শেখ জামাল ৯ : ১ ফরাশগঞ্জ আবাহনী ৩ : ২ রহমতগঞ্জ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর