দুর্বল প্রতিপক্ষ ফরাশগঞ্জ হলেও দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচে কিছুটা হলেও দুশ্চিন্তায় ছিল শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কেননা এই ফরাশগঞ্জই প্রথম পর্বে ড্র করে রুখে দিয়েছিল ফেবারিট শেখ রাসেল ক্রীড়াচক্রকে। তাছাড়া এক মাসের বেশি সময় পর লিগে নামে শেখ জামাল। তাই প্রথম ম্যাচটা কেমন হয় এ নিয়ে দুশ্চিন্তা থাকাটা স্বাভাবিক। না, কোনো অঘটন নয়। চ্যাম্পিয়নরা দ্বিতীয় পর্বটা শুরু করল দুর্দান্তভাবে। ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে পুরান ঢাকার ফরাশগঞ্জকে। শেখ জামালের জয় প্রত্যাশিত। কিন্তু ব্যবধান এত বড় হবে মামুনুলরা তা ভাবেননি। পাকিস্তান আমলে দুর্বল প্রতিপক্ষকে ১০ বা ১৩ গোল দেওয়া কোনো ব্যাপারই ছিল না। এক পুলিশকে মোহামেডান কতবার ১১ গোলে হারিয়েছে তার হিসাব বের করা মুশকিল। স্বাধীনতার পর কোনো ম্যাচে ৯ গোল হয়েছে এমন সংখ্যা কমই বলা যায়। গতবার লিগে উত্তর বারিধারাকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছিল শেখ জামাল। এবারে লিগে এটাই কোনো দলের সর্বোচ্চ ব্যবধানে জয়। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে প্রথম পর্বে শীর্ষে ছিল শেখ জামাল। কিন্তু এতে সন্তুষ্ট হতে পারছিলেন না টিম কর্তৃপক্ষ। তাই কোচ বদল করে আফুসির হাতে প্রশিক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয়। বিশ্বকাপ বাছাইপর্ব খেলার পর দলের বেশ ক’জন খেলোয়াড় নাকি ইনজুরিতে ছিল। কিন্তু রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল যে পারফরম্যান্স প্রদর্শন করেছে তাতে কখনো মনে হয়নি খেলোয়াড়দের কোনো সমস্যা রয়েছে। প্রথম পর্বেও হার মেনেছিল ফরাশগঞ্জ। তারপরও কিছুটা লড়াই করেছিল। কাল যেন পুরান ঢাকার দলটিকে ভেঙে চুরমার করে দিয়েছে চ্যাম্পিয়নরা। বলা যায়, গোলের স্রোতে ভেসে গেছে ফরাশগঞ্জ। শুধু ৯ গোল দিয়ে রেকর্ডই গড়েনি শেখ জামাল, এত বড় জয়ে দলের দুই খেলোয়াড় হ্যাটট্রিকের কৃতিত্ব পেয়েছে। ওয়েডসন ২৫, ৪৫, ৫০ ও ৬৫ মিনিটে জালে বল পাঠিয়ে হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। আর যে মামুনুল শুধু সতীর্থদের গোল দেওয়ার পথ তৈরি করে দিতেন। তিনিও কাল হ্যাটট্রিক করেছেন। ৫৩ মিনিটে পেনাল্টি, ৭৩ ও ৯০ মিনিটে তিনটি গোল করেন। ল্যান্ডিং আর তকলিশ ১টি করে গোল করেন। ৩৮ মিনিটে ফরাশগঞ্জের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন আকিনেল। ২৩ পয়েন্ট পেলেও শেখ রাসেল, মোহামেডান ও ব্রাদার্স ২০ পয়েন্ট নিয়ে একেবারে ঘাড়েই নিঃশ্বাস ফেলছিল। তাই দলের শক্তি বাড়াতে শেখ জামাল চেয়েছিল হাইতির সনি নর্দেকে। কিন্তু মোহনবাগানের বাধার কারণে তার আর ঢাকা আসা সম্ভব হয়নি। কিন্তু ফরাশগঞ্জের বিপক্ষে শুরুতে বড় জয় পেয়ে সনিকে না পাওয়ার হতাশা কিছুটা দূর হয়েছে শেখ জামালের। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনী ৩-২ গোলে রহমতগঞ্জকে পরাজিত করেছে। বিজয়ী দলের সানডে সিজুক ২, মরিসন ১ ও রহমতগঞ্জ সোহেল আর নুরুল আফসার ১টি করে গোল করে।
শিরোনাম
- মাছের ঘের নিয়ে গোলাগুলি, কক্সবাজারে নিহত ১
- উন্মোচনের আগেই বাজারে আইফোন ১৭!
- বিশ্বের প্রথম স্মার্টফোন: কোন কোম্পানির, কেমন ছিল সেই ডিভাইস
- আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা
- কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
- জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
মামুনুল ওয়েডসনের হ্যাটট্রিকে শেখ জামালের গোল উৎসব
শেখ জামাল ৯ : ১ ফরাশগঞ্জ আবাহনী ৩ : ২ রহমতগঞ্জ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর