দিনের শেষ সেসনটা যদি বৃষ্টিতে ভেস্তে না যেত, তাহলে জয়ের খুব কাছাকাছি চলে আসতো স্বাগতিক শ্রীলঙ্কা। বৃষ্টি যে শ্রীলঙ্কার জয় আটকে রেখেছে, তাও কিন্তু নয়। আজ শেষ দিন জয়ের জন্য মাত্র ১৫৩ রান করতে হবে শ্রীলঙ্কাকে। হাতে রয়েছে ১০ উইকেট। যদি বৃষ্টি এবং নাটকীয় কিছু না হয়, তাহলে টেস্ট জেতা শুধু সময়ের ব্যাপার দ্বীপরাষ্ট্রের।
প্রথম টেস্ট শ্রীলঙ্কা নাটকীয়ভাবে হেরে গিয়েছিল ইয়াসির আরাফাতে লেগ স্পিনে। গলের পর কলম্বোতেও ইয়াসির তার চমক অব্যাহত রেখেছেন। গলে দুই ইনিংসে নিয়েছিলেন ৯ উইকেট। কলম্বোর প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। সব মিলিয়ে ৯ টেস্টের তার উইকেট সংখ্যা এখন ৫২। পাকিস্তানের ক্রিকেটারদের সবার আগে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড এই লেগ স্পিনারের। অবশ্য পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করে অফ স্পিনার কুশালের ঘূর্ণিতে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। কুশল উইকেট নন ৫টি। প্রতিউত্তরে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৩১৫ রান। ১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ওয়ানডে অধিনায়ক আজহার আলির ক্যারিয়ারের নবম সেঞ্চুরি ৩২৯ রান করে। আজহার রান করেন ১১৭। ইনিংসটি খেলেন ৩০৮ বলে। ধীরগতির ইনিংসটিতে ছিল মাত্র ৬টি বাউন্ডারি। ৯ রানে প্রথম ইনিংকে হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে ১২০ রান যোগ করেন আজহার ও আহমেদ শেহজাদ। শেহজাদ খেলেন ৬৯ রানের ইনিংস। পাকিস্তানকে বেঁধে রাখতে সামনে থেকে নেতৃত্ব দেন পেসার ধাম্মিকা প্রসাদ। প্রসাদ দুই ইনিংসে উইকেট নেন ৭টি। পাকিস্তান শেষ ৫ উইকেট হারায় ২৮ রানে।