এক সময়ের অর্থের ছড়াছড়ি ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানে এখন চরম অর্থ সংকট চলছে। ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঞা বলেছেন, অর্থের কারণে এখন ক্লাব চালাতে রীতিমতো তিনি হিমশিম খাচ্ছেন। তবে ফুটবলাররা ঠিকই পেমেন্ট পেয়েছেন। যাক লোকমান বললেও জানা গেছে এবার স্বল্প বাজেটে দল গড়লেও কোনো কোনো ফুটবলার ঠিকমতো পেমেন্ট পাচ্ছেন না। তাদেরকে বলা হয়েছে দ্বিতীয় পর্বের লিগ চলাকালে পেমেন্ট বুঝিয়ে দেওয়া হবে। তরুণ ফুটবলার নিয়ে মোহামেডান এবার লিগে ভালোই খেলছে। ১০ ম্যাচে শেখ রাসেল ও ব্রাদার্সের সঙ্গে ২০ পয়েন্ট সংগ্রহ করলেও গোল পার্থক্য তাদের অবস্থান দুই নম্বরে। কোচ জোসি আশা প্রকাশ করেছেন দ্বিতীয় পর্বে তার শিষ্যরা আরও ভালো খেলবে। কোচের টার্গেট লিগে তৃতীয় স্থানে থাকা। কিন্তু পেমেন্ট বাকি থাকলে খেলোয়াড়রা মাঠে মনোযোগী হয়ে খেলবেন কিনা সেটাই দেখার বিষয়।
গত কয়েক বছর ধরে মোহামেডানে অর্থ সংকটের কথা বলা হচ্ছে। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি বার বার অস্বীকার করেছেন। এবার লোকমানই স্বীকার করলেন চরম সংকটের। কথা হচ্ছে, মোহামেডানের মতো জনপ্রিয় দলের এ করুণ অবস্থা হবে কেন? বর্তমান কমিটি গঠনের সময় নির্বাচিত কর্মকর্তারা জোর গলায় বলেছিলেন, ক্লাবে পর্যাপ্ত ফ্যান্ডের ব্যবস্থা করা হবে। ফুটবল, ক্রিকেট ও হকি তিন খেলাতেই শক্তিশালী দল গঠন করা হবে। অথচ হকি ছাড়া গত কয়েক বছরে মোহামেডান ফুটবল ও ক্রিকেটে শক্তিশালী দল গড়তে পারেনি। এ জন্য শিরোপা জেতাটা স্বপ্নে পরিণত হয়েছে। লোকমান বলেন, নিজ থেকে যতটা পারছি ফ্যান্ড জোগাড় করছি। কিন্তু এভাবেতো মোহামেডানের মতো বড় দল চালান মুশকিল।