পূর্ণাঙ্গ সিরিজ খেলতে কাল ঢাকায় পা রাখছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। তার আগে কাল সকালে ৭ ওয়ানডে ম্যাচ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যুবাদের এই সফরের কারণ যুব বিশ্বকাপ। আগামী ফেব্রুয়ারি-মার্চে যুব বিশ্বকাপের একাদশতম আসর বসবে বাংলাদেশে। দক্ষিণ আফ্রিকা যুব দল গত আসরের চ্যাম্পিয়ন।
এপ্রিলে সাত ম্যাচের সিরিজ খেলে গেছে প্রোটিয়াস যুবারা। টাইগার যুবারা সিরিজ জিতেছিল ৬-১ ব্যবধানে। ওই সিরিজের আত্দবিশ্বাসকে সফরে কাজে লাগাতে চান টাইগার যুবা অধিনায়ক মেহেদি হাসান, 'ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়নদের যেভাবে হারিয়েছি, সফরে সেই আত্দবিশ্বাসটাই কাজে লাগাতে চাই। আশা করি ভালো খেলব আমরা।' প্রোটিয়াসদের আগে শ্রীলঙ্কাকে হারিয়েছিল যুবারা। দলের কোচ মিজানুর রহমান বাবুল সফর নিয়ে বলেন, 'ম্যাচ অনুশীলন মূল কথা। সেটা যেখানেই হউক। দক্ষিণ আফ্রিকায় জিতলে আমাদের আত্দবিশ্বাস আরও বেশি থাকবে। শুধু বিশ্বকাপ নয়, একদিন আন্তর্জাতিক ক্রিকেটও খেলবে ছেলেরা। তখন এই অভিজ্ঞতা কাজে লাগবে।' সাত ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ৫ জুলাই ডারবানের কিংসমিডে। সিরিজের আরেক ভেন্যু পিটারম্যারিজবার্গ।
অনূর্ধ্ব-১৯ দল : মেহেদি হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, জয়রাজ শেখ, সাইফ হাসান, পিনাক ঘোষ, সাইফউদ্দিন, শাহানূর রহমান, আব্দুল হালিম, মেহেদি হাসান রানা, রিফাত প্রধান, সঞ্জিত সাহা, শাওন গাজি, প্রসেনজিত দাস, মোসাব্বেক হোসেন।