সতীর্থ নাসির হোসেন ও তার বোনকে নিয়ে বাজে মন্তব্য ক্ষোভ প্রকাশ করে করেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। এ জন্য নাসির হোসেনের পাশে দাঁড়াতে তিনি নিজের অফিসিয়াল ফেসবুক বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বন্ধ করে দিয়েছেন।
এক প্রতিক্রিয়ায় মাশরাফি বিন মর্তুজা রবিবার মিরপুরে বলেন, ‘নাসিরের পাশে থাকার জন্য, ওই ঘটনার প্রতিবাদ হিসেবে আমি নিজের অফিসিয়াল পেইজ বন্ধ করে দিচ্ছি। ফেইসবুক পেইজ খুলে যদি এমন তিক্ত অভিজ্ঞতাই হয়, দরকার নাই আমার এসব।’
ঘটনার সূত্রপাত: ঘটনার সূত্রপাত: ভারতের বিপক্ষে সিরিজ শেষে ছোট বোনকে নিয়ে বিমানযোগে সৈয়দপুর হয়ে রংপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন নাসির হোসেন। বোনের বায়না মেটাতে বিমানে একটি সেলফি তুলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন নাসির। ছবির ক্যাপশনে নাসির জানান, পাশে থাকা মেয়েটি তার ছোট বোন। ওই ছবিটিতে অনেক ফেসবুক অনুসারী বোনকে জড়িয়ে বাজে মন্তব্য করে। পরে ওই ছবিটি মুছে ফেলে ক্ষোভ প্রকাশ করে নাসির তার স্ট্যাটাসের জানান, আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ছবিতে লাইক দিবেন না। আমাকে ফলো করবেন না। ধন্যবাদ। আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ছবিতে লাইক দিবেন না। আমাকে ফলো করবেন না।।'
বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৫/মাহবুব