কনুইয়ের ইনজুরিতে উইম্বলডনে খেলতে পারছেন না স্প্যানিশ তারকা ডেভিড ফেরার। এজন্য প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ইংল্যান্ডের জেমস ওয়ার্ডের বিপক্ষে খেলার কথা ছিল র্যাঙ্কিংয়ের সাত নম্বরে থাকা ফেরের। কিন্তু ইনজুরিতে পড়ায় শুরুতেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন তিনি। ৩৩ বছর বয়সী ফেরেরের জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হচ্ছেন ইতালির লুকা ভিন্নি।
এদিকে, আজ সোমবার থেকে শুরু হয়েছে বছরের তৃতীয় গ্রান্ড স্ল্যাম উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। এবার টুর্নামেন্টের ১২৯তম আসর অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে ছেলেদের এককে বর্তমান চ্যাম্পিয়ন সার্বিয়ান নোভাক জোকোভিচ। আর মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন চেক রিপাবলিকের পেত্রা কেভিতোভা। খবর এপির
বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৫/শরীফ
বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৫/শরীফ