ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র ষষ্ঠ আসরে স্পট ফিক্সিংয়ের সঙ্গে সন্দেহভাজন জড়িতদের বিপক্ষে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে ২৫ জুলাই নির্ধারণ করা হয়েছে। দিল্লির একটি আদালতের এডিশনাল সেসন্স জাজ নীনা বানশাল কৃষ্ণ স্পট ফিক্সিংয়ে জড়িতদের বিপক্ষে অভিযোগ গঠনের লক্ষ্যে আজ আদেশ দেওয়ার কথা ছিল। কিন্তু আদেশপত্র তৈরি এখনো সম্পূর্ণ না হওয়ায় তিনি তা পিছিয়ে দেন। খবর পিটিঅাই'র
আইপিএল'র ষষ্ঠ আসরের স্পট ফিক্সিংয়ে সন্দেহভাজন জড়িতদের মধ্যে আছেন ক্রিকেটার অজিত চান্ডিলা, বোলার শ্রীশান্ত, আঙ্কিত চাভানসহ আরো কয়েকজন। এছাড়া স্পট ফিক্সিংয়ে অভিযুক্তদের মধ্যে আছেন মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার সহযোগী ছোট শাকিল। ইতোমধ্যে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ আছেন ওই তিন ক্রিকেটার।
বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৫/শরীফ