কনকা কাফ গোল্ড কাপে চ্যাম্পিয়ন হলো মেক্সিকাে। গতকাল ভোরে জ্যামাইকাকে ৩-১ গোলে একরকম উড়িয়ে দিয়েই টুর্নামেন্টে সপ্তমবারের মতো শিরোপা ঘরে তুলল মেঙ্কিানরা। প্রথমবারের মতো কনকা কাফ গোল্ড কাপ জয়ের সুযোগ হাতছাড়া হলো জ্যামাইকার।
ফাইনালে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছিল মেক্সিকাে। বিশ্ব ফুটবলে তাদের অবস্থান যাই হোক, কনকা কাফ অঞ্চলে মেঙ্কিানদের একক আধিপত্য অনস্বীকার্য। যুক্তরাষ্ট্র তাদের প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা করে বটে। তবে এবারে দুই দলের লড়াইটাই হয়নি। জ্যামাইকা নতুন শক্তি হিসেবে এই অঞ্চলে আবির্ভূত হয়েছে। ফাইনালে ম্যাচের শুরুতেই জ্যামাইকাকে পিছনে ফেলে অনেক এগিয়ে যায় মেক্সিকাে। গুয়ার্দাদোর ৩১ মিনিটের গোল এগিয়ে দেয় দলকে। মেক্সিকাের পক্ষে ৪৭ ও ৬১ মিনিটে আরও দুটি গোল করেন করোনা ও পেরালটা। জ্যামাইকাকে সান্ত্বনাসূচক গোলটা উপহার দেন ম্যাটোকস। ওই পর্যন্তই। চ্যাম্পিয়নের খেতাব জয়ের জন্য মেক্সিকাের অবশ্য আর কিছুর প্রয়োজন ছিল না।
কোচ মিগুয়েল হেরেরা এ দারুণ জয়ের পর বলেছেন, 'আমরা দারুণ আনন্দিত। বলটা আমরাই নিয়ন্ত্রণ করেছি। আমরা দারুণ ছন্দে ছিলাম। ঠিক যেমনটা চেয়েছিলাম। এটা আমাদের সবার জন্যই দারুণ সুখের বিষয়।' মেক্সিকাে এর আগে কনকা কাফ গোল্ড কাপ জয় করেছে ১৯৯৩, ১৯৯৬, ১৯৯৮, ২০০৩, ২০০৯, ২০১১ সালে। সবমিলিয়ে গোল্ড কাপে শিরোপা হলো সাতটা। তবে গোল্ড কাপ শুরুর আগে কনকা কাফ চ্যাম্পিয়নশিপে আরও তিনটা শিরোপা জিতেছিল মেক্সিকাে (১৯৬৫, ১৯৭১ ও ১৯৭৭)। সেই হিসেবে মেক্সিকাের শিরোপা সংখ্যা হলো ১০টা! জ্যামাইকার গোল্ড কাপে এর আগে ১৯৮৩ ও ১৯৯৮ সালে সেমিফাইনাল খেললেও কখনো ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। প্রথম ফাইনালেও শিরোপা বঞ্চিত হলো তারা।
কনকা কাফ গোল্ড কাপ জয়ের মাধ্যমে মেক্সিকাের সামনে সুযোগ এসেছে ফিফা কনফেডারেশনস কাপ ২০১৭তে অংশ নেওয়ারও। ২০১৩ সালের গোল্ড কাপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্লে-অফ ম্যাচ খেলে জিততে পারলেই মেক্সিকাে কনফেডারেশনস কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।