একজন বিশ্বজয়ী ফুটবলার হিসেবে ইতালিয়ান তারকা আন্দ্রে পিরলোর খ্যাতি ইউরোপের সীমানা পেরিয়ে অনেক আগেই পৌঁছেছে এশিয়া-আমেরিকায়। তার এ সুনাম পৃথিবীর সেরা ক্লাবগুলোকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট ছিল। তারপরও ৩৬ বছরের এ তারকা ইতালি ছেড়ে অন্য কোথাও পাড়ি দিতে চাননি এতদিন। এসি মিলানে জয় করেছেন চ্যাম্পিয়ন্স লিগসহ নানান শিরোপা। জুভেন্টাসে টানা চারটা মৌসুমে জিতেছেন সিরি লিগ। এবার ক্যারিয়ারের শেষদিকে তিনি পাড়ি জমিয়েছেন আমেরিকায়। রবিবার ছিল আন্দ্রে পিরলোর মেজর লিগ সকারে অভিষেক ম্যাচ। নিউইয়র্ক সিটির হয়ে তিনি প্রথম ম্যাচ খেললেন এ টুর্নামেন্টে। আর অভিষেকেই বাজিমাত! নিউইয়র্ক সিটি ৫-৩ গোলে হারিয়েছে অরলান্ডো সিটিকে। এ ম্যাচে পিরলো কোনো গোল না করলেও স্প্যানিশ তারকা ডেভিড ভিয়া ২ গোল করে পিরলোকে স্বাগত জানিয়েছেন।