আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরু অবশেষে ম্যানইউতে যোগ দিলেন। মৌসুম শেষ হওয়ার পরই তিনি ইতালিয়ান ক্লাব স্যাম্পডোরিয়া ছেড়েছিলেন। গতকাল ম্যানইউর ওয়েবসাইটে এক বক্তব্যে রোমেরু বলেন, 'আমি ম্যানইউতে যোগ দিতে পেরে দারুণ আনন্দিত।' আর ম্যানইউর পক্ষ থেকে জানানো হয়েছে, তিন বছরের চুক্তিতে ওল্ড ট্র্যাফোর্ডে আসছেন এ আর্জেন্টাইন গোলরক্ষক। তাকে দলে পেয়ে দারুণ আনন্দিত ম্যানইউর ডাচ কোচ লুই ফন গাল। তিনি বলেন, সার্জিও খুবই মেধাবী গোলরক্ষক।' ডাচ ক্লাব এজেড আকমারে থাকার সময় ফন গালের শিষ্য ছিলেন রোমেরু। আর্জেন্টাইন এ গোলরক্ষক এর আগে আর্জেন্টাইন ক্লাব রেসিং এবং ফরাসি ক্লাব মোনাকোর মতো দলে খেলেছেন। আর্জেন্টাইন জাতীয় দলে খেলছেন ২০০৯ সাল থেকে। ৬২টা ম্যাচ খেলেছেন তিনি জাতীয় দলের জার্সিতে।