১৬তম ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে রাশিয়া গেলেন তিন সাঁতারু মাহফিজুর রহমান সাগর, জুয়েল আহমেদ ও সোনিয়া আহমেদ টুম্পা। তিন সাঁতারুর মধ্যে সাগর থাইল্যান্ডের ফুকেট থেকে রাশিয়ার কাজানে পৌঁছাবেন। সাঁতারের বিশ্বসংস্থা ফিফার এক বছরের স্কলারশিপ নিয়ে বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন সাগর। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সূত্রে জানা যায় সাঁতার দলটি আজ রাশিয়া পৌঁছাবে। ২৪ জুলাই থেকে কাতানে এ আসর শুরু হয়েছে। শেষ হবে ৯ আগস্ট। ১২ আগস্ট তিন সাঁতারুর দেশে ফেরার কথা।