বিশ্বকাপের পর থেকে একের পর এক শক্তিশালী দেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বিশ্ব ক্রিকেটের উঠতি শক্তিধর দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। এমনকি টেস্টেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে টাইগাররা। কী এমন রহস্য যে বড় দলগুলোর কাছে হারতে থাকা টাইগাররাই হঠাৎ বড়দের হারিয়ে বদলা নিতে শুরু করলো। টাইগারদের এমন সাফল্যের সেই রহস্য জানালেন ওপেনার তামিম ইকবাল।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দলের ধারাবাহিকতা প্রসঙ্গে জানান, ‘মাইন্ড সেট’ই সাফল্য দিচ্ছে দলের ক্রিকেটারদেরকে।
তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা নির্ভর করে ‘মাইন্ড সেট’এর উপর। সত্যি কথা, এ বছরের পূর্ব পর্যন্ত আমরা খুব বড় কিছু অর্জন করতে পারিনি। কিন্তু এ বছর সেটা পেরেছি। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। দলের প্রতিটি খেলোয়াড়ের মধ্যে সাফল্যের ক্ষুধা আছে। সবাই উন্নতি করতে চায়।’
তবে টেস্ট ক্রিকেটে এখনো বাংলাদেশ অনেকটাই পিছিয়ে সেটা সবারই জানা। স্বীকার করছেন সফল এই ওপেনারও। বললেন, ‘টেস্ট ক্রিকেটে আমাদের আরো অনেক উন্নতি করতে হবে। মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়লে তা পারফর্মে প্রভাব ফেলে। আমাদের ফিজিও-ট্রেইনাররা আমাদের নিয়ে প্রচুর কাজ করেন। একেক দিন একেক ধরনের অনুশীলন করানোর চেষ্টা করেন। যাতে কেউ ক্লান্ত হয়ে না পড়ে।’
বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৫/মাহবুব