মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগে শেষ মুহূর্তে বড় ধরনের নাটকীয়তা ঘটবে কি? যদি ঘটে তাহলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হাত থেকে শিরোপা ফসকে যেতে পারে। সম্ভাবনা জেগে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র, ঢাকা মোহামেডান ও ঢাকা আবাহনীর। অনেকটা অসম্ভবই বলা চলে। কেননা যে দুর্দান্ত ফর্মে রয়েছে তাতে বাকি তিন ম্যাচে মামুনুলরা একটাতেও জিতবে না তা অবিশ্বাসই বলা যায়। তাই তিন দলের কর্মকর্তারা বলছেন, শিরোপার আশা ছেড়ে দিয়ে বাকি ম্যাচে রানার্সআপের জন্যেই লড়ব। শেখ জামাল ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমান ম্যাচে মোহামেডান ৩৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে শেখ রাসেল এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট সংগ্রহ করে আপাতত তৃতীয় স্থানে।
পেশাদার লিগে সর্বোচ্চ চারবার শিরোপা জেতা ঢাকা আবাহনীর ১৬ ম্যাচে অ্যাকাউন্টে জমা আছে ৩১ পয়েন্ট। আজ তারা ১৭তম ম্যাচ খেলবে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের বিপক্ষে। সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। শিরোপার ক্ষীণ আশা ও রানার্সআপের জন্য আজকের ম্যাচ আবাহনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।