টানা তিনটা অ্যাশেজ সিরিজ হারের পর ইংল্যান্ডকে গতবার (২০১৩-১৪) নিজেদের মাটিতে অ্যাশেজ সিরিজে হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া। ইংলিশদের সেই ঘা এখনো শুকোয়নি। অ্যাশেজের চলতি আসরে প্রথম টেস্টেই অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার একটা ইঙ্গিত দিয়েছিল ইংলিশরা। তবে দ্বিতীয় টেস্টেই ইংল্যান্ডের ইটের জবাবে পাটকেল ছুড়েছে অস্ট্রেলিয়া। ১৬৯ রানে হারের জবাব দিয়েছে ৪০৫ রানের জয়ে! দুই ম্যাচ পর অ্যাশেজ এখন ১-১ সমতায়। আজ থেকে বার্মিংহ্যামে অ্যাশেজের তৃতীয় টেস্টে দুই দল মুখোমুখি হচ্ছে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে। সিরিজের চতুর্থ টেস্ট ৬ আগস্ট থেকে শুরু হবে নটিংহ্যামে। পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচ খেলবে দুই দল নর্দ্যাম্পটনে ১৪ আগস্ট থেকে।