বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড অধিনায়ক মুশফিকুর রহিম। দেশের এক নম্বর উইকেট কিপারও তিনি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে আঙুলে আঘাত পাওয়ার পর ওই টেস্টে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি। তাই মুশফিককে টেস্টে কিপিং ছাড়ার পরামর্শ দিয়েছিলেন স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। কিন্তু মুশফিকের কাছে ব্যাটিংয়ের চেয়েও কিপিং আগে। তারপরেও আজকের ম্যাচে কিপিং করা হচ্ছে না তার। কিপিং করবেন লিটন কুমার দাস। গতকাল সংবাদ সম্মেলনের মুশফিক বলেন, 'আপাতত কালকের (আজ) ম্যাচে হচ্ছে না। চেষ্টা করব ফিরে আসার। আমার প্রথম কাজটাই হচ্ছে কিপিং। আশা করব ভবিষ্যতে কিপিংয়ে ফিরে আসার। আমার আঙুলের যা অবস্থা এটা এখনো শতভাগ ঠিক নেই। চেষ্টা করব এটা যেন তাড়াতাড়ি রিকোভার করতে পারি। ইনশাআল্লাহ আমি আমার যে দুইটা কাজ সেটা যেন করতে পারি।'
আগের টেস্টেও কিপিং করেছেন লিটন দাস। উইকেটের পেছনে দারুণ পারফরমও করেছেন। গুঞ্জন উঠেছে যেহেতু লিটন ব্যাটিংও ভালো করছেন, তাই উইকেটের পেছনে জায়গাটা তার স্থায়ী হয়ে যেতে পারে। তবে এখনই কিপিং ছাড়তে রাজি নন মুশফিক। তিনি বলেন, 'কেউ কি সহজে সব কিছু ছেড়ে দেয় নাকি। আমার তো প্রশ্নই উঠে না।