ফিফা সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক ফরাসি তারকা ফুটবলার এবং বর্তমান উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। ফিফার ২০৯টি সদস্য দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি ও সেক্রেটারির কাছে লেখা এক চিঠিতে প্লাতিনি বলেন, 'এই সিদ্ধান্তটা আমি খুবই সতর্কতার সঙ্গে নিয়েছি।' সেই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, ফুটবলের ভবিষ্যতের সঙ্গে নিজের ভবিষ্যৎকে জুড়ে দিয়েছেন তিনি। ১৯৫৫ সালের জুনে জন্ম নেওয়া এ সাবেক তারকা উয়েফা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ২০০৭ সালের জানুয়ারি থেকে। তার এ দীর্ঘদিনের দায়িত্ব পালনকালে ফিফার বর্তমান সভাপতি সেপ ব্ল্যাটারের একজন অনুরাগী ছিলেন প্লাতিনি। তবে ফিফার দুর্নীতির চিত্র মিডিয়ায় ফাঁস হওয়ার পর প্লাতিনিই ব্ল্যাটারকে সরে যেতে বলেছিলেন। এবার তার স্থানে নিজেই নির্বাচন করার ঘোষণা দিলেন এ উয়েফা সভাপতি। এদিকে জর্ডানের প্রিন্স আলি বিন আল হুসেইন বলছেন, ফিফার জন্য ব্ল্যাটারের চেয়ে ভালো হবেন না প্লাতিনি।