দু'দিন আগের খবর, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঘরে নতুন অতিথি আসছে। নতুন খবর হলো শুক্রবার ইউটিউবে প্রকাশিত হয়েছে সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির অভিনীত দেশের মোবাইল অপারেটর বাংলালিঙ্কের একটি টিভিসি। এর আগে সাকিবকে অনেক বিজ্ঞাপনে দেখা গেলেও এবারই প্রথম সস্ত্রীক বিজ্ঞাপনচিত্রে অভিনয় করলেন।
বিজ্ঞাপনের দৃশ্যে দেখা যায়, ফুল গাছে পানি দিচ্ছেন শিশির। এমন সয়ম পেছন থেকে এসে তাকে বাইরে যেতে অনুরোধ করেন সাকিব। কিন্তু শিশির তাতে রাজি না হওয়ায় পরে চোখ ধরে শিশিরকে বাইরে নিয়ে আসেন সাকিব। চোখ খুলেই দেখতে পান নতুন একটি গাড়ী। কিন্তু এই নতুন গাড়ী দেখে তেমন খুশি হননি শিশির। চলে যেতে উদ্যত হলে সাকিব হাত টেনে ধরেন শিশিরের। এরপর গাড়ীর পেছনেই দেখানো হয় সুন্দর একটি সাইকেল। আর সেটা দেখে শিশির ভীষণ খুশি হন। জড়িয়ে ধরেন সাকিবকে। এরপর দুজন মিলে সেলফি তোলেন। সাকিব-শিশিরের বিজ্ঞাপনটি দেখতে চাইলে নিচের লিংকটিতে ক্লিক করুন।
https://www.youtube.com/watch?v=-VKbv2sedgg
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৫/মাহবুব