বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হারার পর ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নীরবই ছিলেন। মিডিয়ার সামনে মুখোমুখি হচ্ছিলেন না। জিম্বাবুয়ে ট্যুরে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। এবার মুখ খুললেন, তাও আবার বাংলাদেশকে ঘিরেই। চেন্নাইয়ের একটি অনলাইনে তিনি বলেন, বাংলাদেশের কাছে সিরিজ হারার পর আমাদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হয়নি। সিরিজটা ভারতের জেতা উচিত ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। বাংলাদেশ অসম্ভব ভালো খেলায় প্রথম দুই ওয়ানডে ম্যাচে ব্যাটে-বলে জ্বলে উঠতে পারিনি। হোয়াইটওয়াশ রক্ষা হয়েছে, কিন্তু লজ্জা এড়ানোর জন্য যথেষ্ট নয়। তবে সমালোচকদের এখন বোঝা উচিত, বাংলাদেশ ক্রিকেটে কতটা এগিয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পিছিয়েও ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ।
শুধু তাই নয়, বৃষ্টি না হলে প্রথম টেস্টেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল। সুতরাং এটা এখন মেনে নিতে হবে বাংলাদেশ ক্রিকেটে দারুণ শক্তি সঞ্চয় করেছে। তাদের কাছে হারাটা আমাদের অসম্মানের নয়।