মৌসুম শুরু করতে যাচ্ছেন পেপ গার্ডিওলা। আজ জার্মান সুপারকাপে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে জার্মান কাপ চ্যাম্পিয়ন উলফসবার্গের। বায়ার্ন মিউনিখে নিজের প্রথম মৌসুমে ডাবল (বুন্দেসলিগা ও জার্মান কাপ) জিতলেও দ্বিতীয় মৌসুমে কেবল বুন্দেসলিগা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে পেপ গার্ডিওলাকে। দেখা যাক, এবার জার্মান সুপারকাপ জিততে পারেন কি না এ স্প্যানিশ কোচ। এদিকে এরই মধ্যে পেপ গার্ডিওলার বিদায় নিয়ে জার্মানিতে আলোচনা শুরু হয়ে গেছে। ২০১৬ সালেই শেষ হচ্ছে বায়ার্ন মিউনিখের সঙ্গে তার চুক্তি। এরপরই তিনি পাড়ি দিবেন নতুন ঠিকানায়। সম্ভাব্য ক্লাব ম্যানসিটি। বায়ার্ন মিউনিখও গার্ডিওলার বিদায়ের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষায় আছে। তার স্থানে তারা কোচ হিসেবে নিতে পারে জার্গেন ক্লপকে। আর পেপ গার্ডিওলাও এরই মধ্যে জানিয়েছেন, তিনি বায়ার্ন মিউনিখের জন্য কোনো ঝামেলার কারণ হতে চান না। সময় শেষ হলে আপনাতেই বিদায় নিবেন।