বৃষ্টির কারণে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা মাঠেই গড়ায়নি। তৃতীয় দিনেও বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসের খেলা। বিরূপ আবহাওয়ার জন্য বিলম্ব হচ্ছে ম্যাচটি।
আগের দিনের খেলা বৃষ্টি না থামায় শেষ অবধি পরিত্যক্ত ঘোষণা করেছিলেন আম্পায়াররা। তবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের উদ্বোধনী দিনে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছিল বাংলাদেশ।
উল্লেখ্য, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি বাধায় ড্র হয়েছিল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট ২০১৫/ এস আহমেদ