দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ফের চার বছরের জন্য নিয়োগ পেলেন ভারতীয় বংশোদ্ভূত হারুণ লরগাত। ২০১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত তিনি এ পদে থাকবেন। এর আগে ২০১৩ সালের জুলাইয়ে প্রথমবারের মত এ পদে বসেছিলেন আইসিসির সাবেক এ প্রধান নির্বাহী।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায়, লরগাতের সিইও হওয়ার পর দলের উন্নতি হওয়ায় বোর্ডের পরিচালকরা শুক্রবার জোহার্নেসবার্গে এক সভায় বসেছিলেন। সেখানেই তাকে ফের এ পদে বসানো হয়।
ক্রিকেটের প্রশাসনিক কাজে লরগাত দারুণ অভিজ্ঞতা রয়েছে। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত চার বছর তিনি আইসিসির প্রধান নির্বাহী হিসেবে ছিলেন।
বিডি-প্রতিদিন/১ আগস্ট ২০১৫/শরীফ