২০১৪ সালে বিদেশের মাটিতে ক্রিকেট ট্যুরে একাকী খুব কমই দেখা গেছে ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলিকে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলতি বছর অনুষ্ঠিত একাদশ বিশ্বকাপেও বান্ধবী প্রেমিকা অভিনেত্রী আনুশকা শর্মাকে নেওয়ার সুযোগ ছিল না তার। অর্থাৎ কোহলিসহ দেশটির অন্য ক্রিকেটারদের উপর তাদের বান্ধবী বা স্ত্রীদের সঙ্গে নেওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ভারত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে সক্ষম হওয়ায় এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। ফলে শেষ মুহূর্তে আনুশকার সঙ্গ পেয়েছিলেন কোহলি। কিন্তু আসন্ন শ্রীলঙ্কা সফরে সেই সুযোগ পাচ্ছেন না কোহলিসহ দলের অন্য খেলোয়াড়েরা। শ্রীলঙ্কা সফরে কোনো ক্রিকেটারই স্ত্রী কিংবা বান্ধবীকে বগলদাবা করে নিতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ফলে প্রেমিকাকে ছাড়াই এবার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা সফরে যেতে হবে বিরাট কোহলিকে।
অস্ট্রেলিয়ান-নিউজিল্যান্ড বিশ্বকাপে ভারতের ব্যর্থকার পেছনে অনেকে বিরাট কোহলির বান্ধবী আনুশকার উপস্থিতিকে দোষারোপ করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুশকার ব্যাপক সমালোচনা হয়েছে। কিন্তু কোহলি সমালোচনার পরিপ্রেক্ষিতে নিজের বান্ধবীর পাশেই ছিলেন। এমনকি বিশ্বকাপ শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে একে অন্যের হাত মজবুত করে ধরে রেখে সমালোচকদের পরোক্ষভাবে জবাবও দিয়েছিলেন। দেশের ফেরার মাসখানেক পর সংবাদ সম্মেলন করেও এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন কোহলি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের 'ওয়্যাগ' (ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ড) সম্পর্কে এক কর্মকর্তা বলেন, 'দলের অধিকাংশ ক্রিকেটারই দীর্ঘদিনের ছুটি কাটিয়ে এসেছে। ফলে তারা পরিবারের সঙ্গে সময় কাটানোর যথেষ্ট সুযোগ পেয়েছে। সুতরাং শ্রীলংকা সফরে আমরা স্ত্রী-বান্ধবীদের নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছি না।'
এদিকে, টিম ইন্ডিয়ার পরিচালক রবি শাস্ত্রীও শ্রীলংকা সফরে দলের সঙ্গে না গিয়ে পরে যোগ দেবেন। দেরি করে শ্রীলঙ্কায় যাওয়া প্রসঙ্গে বোর্ড জানায়, 'শাস্ত্রী এ মুহূর্তে অ্যাশেজ সিরিজে স্কাই স্পোর্টসের ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। বিসিসিআইর অনুমোদন নিয়েই তিনি এ কাজ করছেন। দেরি করে শ্রীলঙ্কা সফরে যোগ দেয়ার অনুমতি আগেই চেয়েছিল শাস্ত্রী।' রবি শাস্ত্রী প্রথম টেস্টের (১২ই আগস্ট) আগের রাতে দলের সঙ্গে যোগ দেবেন।
উল্লেখ্য, শ্রীলঙ্কা সফরে ভারত তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। প্রথম টেস্ট গলে শুরু হবে ১২ আগস্ট। দ্বিতীয় টেস্ট কলম্বোর ওভালে ২০ আগস্ট শুরু হবে ও ২৮ আগস্ট থেকে তৃতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি-প্রতিদিন/১ অাগস্ট ২০১৫/শরীফ