ক্রিকেটে সম্ভব হলেও ফুটবল বিশ্বে বাংলাদেশ চমক দেখাবে এটা এখনো অবিশ্বাস্যই মনে হতে পারে। তবে এক ক্ষুদে টাইগার ফুটবলার ইংলিশ প্রিমিয়ার গড়েছেন কীর্তি। বিশ্বসেরাদের কাতারে নিজের নাম লেখাচ্ছেন তিনি। বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের ওয়েব সাইট এমনই চমকপ্রদ খবরটি প্রকাশ করেছে।
যাকে নিয়ে এই গল্প সেই ক্ষুদে ফুটবলার হলেন স্পোর্টিং বেঙ্গল অ্যাকাডেমির অনূর্ধ্ব ১৪ দলের গোলরক্ষক আমির হামজা। কয়েকদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নরউইচ সিটিতে ছয় সপ্তাহ ট্রায়াল দিয়েছেন তিনি। এ ট্রায়ালে ভালো করায় ক্লাবটির যুবদলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ ফুটবল দলের পেজেও এ বিষয়টি তুলে ধরা হয়।
১৯৯৬ সাল থেকে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশের ফুটবল প্রতিষ্ঠানে হামজার মতো অসংখ্য ফুটবলার তৈরি করেছে।
বিডি-প্রতিদিন/ ০১ আগস্ট, ২০১৫/ রশিদা