দ্বিতীয় দিনের মতো ঢাকা টেস্টের তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে মাঠ খেলার উপযুক্ত না হওয়ায় শনিবার বিকেল তিনটা ৫ মিনিটে তৃতীয় দিনের পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা পৌনে ১২টার দিকে মাঠে আসে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল। একটার দিকে গা গরম করতে মাঠে নামেন তারা।
এরপর বেলা দেড়টায় মাঠ পরিদর্শনের পর দুই আম্পায়ার পল রাইফেল ও রিচার্ড কেটেলবরো কথা বলেন দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও হাশিম আমলার সঙ্গে কথা বলে সোয়া দুইটায় খেলা শুরুর সিদ্ধান্ত নেন। কিন্তু দুইটার একটু আগে ফের বৃষ্টি নামলে শেষ হয়ে যায় তৃতীয় দিনে খেলা শুরুর সব সম্ভাবনা।
এর আগে বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়। সেদিন হোটেল থেকে মাঠেই আসেনি দুই দল।
ঘূর্ণিঝড় ‘কোমেন’ এর প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই ঢাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির দাপটে দ্বিতীয় ও শেষ টেস্টের তিন দিন পার হয়ে গেলেও এখনও একটি ইনিংসই শেষ হয়নি। প্রথম দিন ৮ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৫/মাহবুব