বৃষ্টির কারণে যখন জাতীয় দলের ক্রিকেটাররা একটা বিরক্তিকর সময় পার করছেন ঠিক তখনই বিয়ের কাজটা সেরে নিলেন জাতীয় দলের হয়ে একটি মাত্র টি-২০ ম্যাচ খেলা রনি তালুকদার। রনির স্ত্রীর নাম স্মৃতি মণ্ডল। স্মৃতি নারায়ণগঞ্জ তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী।
শুক্রবার নারায়ণগঞ্জের অভিজাত একটি ক্লাবের কমিউনিটি সেন্টারে পারিবারিকভাবে বিয়ের কাজটি সারেন প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুন পারফর্ম করা রনি।
রনির বাবা বেঁচে থাকার সময় বিয়ে করার কথা থাকলেও নানা পারিবারিক কারণে তা হয়নি। তবে বাবা মারা যাওয়ার কয়েক মাস পরে বিয়ের কাজটি সারেন তিনি।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৫/মাহবুব