বাংলাদেশের কোনো ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলবে এমনটা কেউ কখনো ভেবেছে! বিশ্বসেরা ফুটবল লিগে বাংলাদেশের অংশগ্রহণ সত্যিই কল্পনাকেও হার মানায়। দেশের ফুটবলের করুণ দশার দিকে দৃষ্টি দিলে এখনো প্রাগৈতিহাসিক যুগের বলে মনে হয়। অথচ ইংলিশ লিগ এগিয়েছে হাজার বছরের পথ। এমন এক লিগে বাংলাদেশের কিশোর আমির হামজা যুক্ত হয়েছেন। একজন গোলরক্ষক হিসেবে গত মার্চেই তিনি সুযোগ পেয়েছেন নরউইচ সিটির একাডেমিতে। নরউইচ সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়মিত দল নয়। তারপরও এ দলের বেশ গুরুত্ব আছে ইংলিশ ফুটবলে। দুইবার লিগ কাপ জিতেছে তারা (১৯৬২ ও ১৯৮৫)। দুইবার রানার্সআপও হয়েছে এ টুর্নামেন্টে। এফএ কাপে তিনবার খেলেছে সেমিফাইনাল। তাছাড়া দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ফুটবলে বেশ সফল নরউইচ সিটি। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে ভালো খেলে উঠে এসেছে ইংলিশ লিগে। এ মৌসুমেই তারা ইউরোপের সবচেয়ে কঠিন লিগে খেলবে। সেই হিসেবে বাংলাদেশের কিশোর আমির হামজার সামনে দারুণ সুযোগ। প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ লিগ খেলতে পারেন তিনি! আমির হামজার উঠে আসা 'স্পোর্টিং বেঙ্গল একাডেমি' থেকে। এই একাডেমিতে প্রবাসী বাংলাদেশিরা প্রশিক্ষণের সুযোগ পায়। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রবাসী ফুটবলারদের দিকে বেশ নজর দিয়েছে। এরই মধ্যে জাতীয় দলে খেলতে শুরু করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ড্যানিশ নাগরিক জামাল ভূইয়া। এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক রিয়াসাতও জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আমির হামজাও হয়তো লাল-সবুজের জার্সি গায়ে জড়াবেন অচিরেই!