আগের দিন যখন খেলা পেছানো হলো তখনো নিশ্চিত করে বলা যায়নি শনিবার খেলা হবে। শ্রাবণের বৃষ্টি যেভাবে অঝোর ঝরছে, তাতে খেলা হওয়াটাই ছিল অস্বাভাবিক। গতকাল সেটাই হয়েছে। দুই ঘণ্টা অপেক্ষার পর আগের দিনের মতো রেফারি শেখ রাসেল ক্রীড়াচক্র ও ফরাশগঞ্জের খেলা বাতিল ঘোষণা করেন। কারণ, মাঠ খেলার অনুপযুক্ত। আগামীকাল বিকাল সোয়া চারটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, শুক্রবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তবে সেদিন মাত্র ৪ মিনিট ৩২ সেকেন্ড খেলা হয়েছিল। এরপর আর হতে পারেনি। তখন বডিলি শিফট করে গতকাল খেলা নির্ধারণ করেছিল। কিন্তু কালও হয়নি ভারী মাঠের জন্য। খেলা না হওয়ায় রানার্স আপের পথে এগিয়ে যেতে অপেক্ষায় থাকতে হবে শেখ রাসেলকে। পুরনো ঢাকার দল ফরাশগঞ্জের বিপক্ষে জিতলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসবে দলটি। বিপরীতে ফরাশগঞ্জ হেরে গেলে পেশাদার লিগ থেকে নেমে যাওয়ার শঙ্কাটা বেড়ে যাবে।