শ্রীলঙ্কার বিরুদ্ধের দুই ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে এক উইকেটের নাটকীয় জয়ে টেস্ট ও ওয়ানডের পর এবার ক্রিকেটে সংক্ষিপ্ত ফরমেটেও সিরিজ জিতল পাকিস্তান। এর আগে প্রথম টি-২০ ম্যাচে ২৯ রানে জয় পেয়েছিল আফ্রিদি বাহিনী।
শনিবার রাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ইনজুরিতে পড়ায় ভারপ্রাপ্ত অধিনায়ক লাসিথ মালিঙ্গা বাহিনী। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ (অপরাজিত) রান করেছেন চামারা কাপুগেদারা। এ ছাড়া ৪০ রান করেছেন সিহান জয়সুরিয়া। পাকিস্তানের পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন শোয়েব মালিক।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। তবে অধিনায়ক শহীদ আফ্রিদির ব্যাটে ম্যাচে ফিরেছে তারা। তবে ২২ বলে ৪৫ রান করে আফ্রিদি বোল্ড আউট হলে ফের হারের শঙ্কা ভর করেছে পাকিস্তান শিবিরে। কিন্তু আউট হওয়ার আগে পেসার আনোয়ার আলী মাত্র ১৭ বলে ৪৬ রানের ইনিংস খেলে সব হিসেব পাল্টে দিয়েছেন। এরপর ১৯তম ওভারের শেষ বলে সোহেল তানভির রান আউট হলে পাকিস্তানের নবম উইকেটের পতন ঘটেছে। পাকিস্তানের প্রয়োজন তখন শেষ ৬ বলে ৫ রান; দুই দলের জন্যই ম্যাচে জয়-পরাজয়ের পাল্লাটা ফিফটি-ফিফটি হয়ে পড়েছে। এই অবস্থায় ১৪ বলে ২৪ রান করা ইমাদ ওয়াসিম বিনুরা ফারনান্দোকে ছক্কা মারলে ৪ বল বাকি থাকতে শিরোপা উৎসবে মেতে উঠে আফ্রিদিরা। এই ম্যাচ দিয়ে প্রায় ২ মাসব্যাপী শ্রীলঙ্কা সফরের ইতি টেনেছে পাকিস্তান।
বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৫/মাহবুব