বিশ্বকাপের পরে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ে বর্তমান বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি বাংলাদেশ। বাংলাদেশের এই সাফল্যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিয়ে প্রথমবারের মতো সাতে উঠে এসেছে টাইগাররা। অর্জন করেছে আগামী বছর অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলার যোগ্যতাও। শুধু তাই নয়, যাদের ব্যাটিংয়ে র্যাঙ্কিয়ে বাংলাদেশের এমন উন্নতি সেই টাইগার ব্যাটসম্যানরা জায়গা করে নিয়েছেন আইসিসি র্যাঙ্কিয়ের সম্মানজনক জায়গায়।
বর্তমান আইসিসি র্যাঙ্কিয়ে টাইগারদের মধ্যে সবার উপরে রয়েছেন মাত্র ১৬টি ওয়ানডে ম্যাচ খেলা সৌম্য সরকার। ৬৭১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে রয়েছেন সাতক্ষীরার এই ওপেনার। ওয়ানডেতে শীর্ষস্থানে আছেন এবি ডি ভিলিয়ার্স। বাংলাদেশিদের মধ্যে ৬৪৯ পয়েন্ট নিয়ে সেরা বিশে আছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
অন্যদিকে, ওয়ানডে, টি-২০ কিংবা টেস্ট- ক্রিকেটের তিন সংস্কারেই অলরাউন্ডার র্যাঙ্কিয়ে যথারীতি শীর্ষে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৫/মাহবুব