রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ছিলেন প্রাণভোমরা। মধ্যমাঠে তার আধিপত্যই লস ব্ল্যাঙ্কোসদের উপহার দিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা। সেই ডি মারিয়াকে ম্যানইউর কাছে হস্তান্তরের পর থেকেই ভুগছে রিয়াল মাদ্রিদ। আর আর্জেন্টাইন তারকাও তার নতুন ঠিকানা ম্যানইউতে ছিলেন নিষ্প্রভ। কোনোভাবেই লুই ফন গালের মন জয় করতে পারেননি তিনি। ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকরা ডি মারিয়াকে সেভাবে বরণ করেনি। একটা বছর ডি মারিয়া ম্যানইউতে ২৭ ম্যাচ খেলে করেছেন মাত্র ৩টা গোল! তবে তার এই পারফরম্যান্সও ফরাসি ক্লাব পিএসজিকে দমাতে পারেনি। রিয়াল মাদ্রিদ থেকেই ডি মারিয়াকে দলে ভিড়াতে চেয়েছিল ফরাসি ফুটবলের চ্যাম্পিয়নরা। সেবার সফল হয়নি ম্যানইউর জন্য। তবে এবার ম্যানইউ যখন ডি মারিয়াকে পরিত্যাগ করল পিএসজিই এগিয়ে এলো সবার আগে। গোল ডট কমের তথ্যমতে, ৪৪.৫ মিলিয়ন পাউন্ডে ম্যানইউ ছেড়ে পিএসজিতে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। গত মৌসুম শেষ হওয়ার পরও রেড ডেভিলদের কোচ লুই ফন গাল বলেছিলেন, ডি মারিয়ার জন্য তার কাছে কোনো স্থান ফাঁকা নেই। দেখা যাক, পিএসজিতে গিয়ে নিজের আসন পাকাপোক্ত করতে পারেন কি না এ আর্জেন্টাইন মিডফিল্ডার।