মৌসুমের শুরুতেই বড় ধরনের একটা ধাক্কা এলো বায়ার্ন মিউনিখে। বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা জার্মান সুপার কাপে পরাজয় স্বীকার করেছে উলফসবার্গের কাছে। শনিবার পেপ গার্ডিওলার শিষ্যদের সঙ্গে ১-১ ব্যবধানে ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে গত মৌসুমে জার্মান কাপজয়ী উলফসবার্গ। বায়ার্ন মিউনিখের ডাচ তারকা আরিয়েন রোবেন ম্যাচের ৪৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলেও ৮৯ মিনিটে বেনটারের গোল সমতায় ফেরায় উফলসবার্গকে। তবে নির্ধারিত সময়ে কোনো পক্ষই আর গোল করতে পারেনি। টাইব্রেকারের সুবিধা নিয়ে জিতে যায় উফলসবার্গ।
জার্মান ফুটবলে উলফসবার্গের আধিপত্য কখনোই ছিল না। ইতিহাসে প্রথমবারের মতো তারা বুন্দেসলিগা জিতেছিল ২০০৮-০৯ মৌসুমে। আর জার্মান কাপ প্রথমবারের মতো জিতেছে গত মৌসুমে। এবার প্রথমবারের মতো জার্মান সুপার কাপও জিতল তারা। বায়ার্ন মিউনিখ আর বুরুসিয়া ডর্টমুন্ডের রাজত্বে বুঝি এবার উফলসবার্গও হানা দিতে যাচ্ছে। তবে উলফসবার্গের জন্য যা আনন্দের তাই বেদনা হয়ে দেখা দিল পেপ গার্ডিওলার জন্য। স্প্যানিশ এ কোচের সঙ্গে বায়ার্নের চুক্তি এমনিতেই শেষ হয়ে যাবে সামনের বছর। এই চুক্তি বুঝি আর বাড়ছে না। এরই মধ্যে অবশ্য পেপ গার্ডিওলা আগাম 'গুডবাই' জানিয়ে রেখেছেন। বায়ার্নও তার বিকল্প ভেবে রেখেছে। সবমিলিয়ে চলতি মৌসুমটা বায়ার্নের কেমন হয় কে জানে! সূচনাটা হলো বাজেভাবেই। অবশ্য পেপ গার্ডিওলা মৌসুম পূর্ব এসব টুর্নামেন্টগুলোকে বরাবরই গুরুত্বহীন ভেবেছেন। হয়ত বুন্দেসলিগা শুরু হতেই বায়ার্ন মিউনিখে ফিরে যাবে তার আসল চেহারায়! ১৪ আগস্ট থেকে শুরু হচ্ছে বুন্দেসলিগা। প্রথমদিনেই বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে হ্যামবুর্গের।