চলতি বছরেই স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল দুই দুইবার পরাজয় স্বীকার করেছেন ইতালিয়ান ফ্যাবিও ফগনিনির কাছে। তাছাড়া ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়গুলোর একটা পাড় করছিলেন তিনি। একের পর এক টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিলেন। শিরোপা যেন সোনার হরিণ হয়ে উঠেছিল এ স্প্যানিয়ার্ডের কাছে। তবে শেষ পর্যন্ত শিরোপা খরা ঘুচলো নাদালের। জার্মানির হ্যামবুর্গে চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। গতকাল ক্লে-কোর্ট টুর্নামেন্টের ফাইনালে ফ্যাবিও ফগনিনিকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে শিরোপা জয় করেন তিনি। এ জয়ে নাদাল কেবল একটা শিরোপাই জিতলেন না সেই সঙ্গে ফিরে পেলেন হারানো আত্মবিশ্বাসও। ফর্ম হারিয়ে অনেকটা আড়ালেই ঢাকা পড়েছিলেন এ স্প্যানিয়ার্ড। ফেদেরার তো বটেই এমনকি নোভাক জকোভিচ আর অ্যান্ডি মারের কাছেও বার বার পরাজিত হয়েছেন তিনি। বঞ্চিত হয়েছেন গ্র্যান্ডস্লামসহ নানান শিরোপা থেকে। সামনেই ইউএস ওপেন। তার আগে নাদালের এই ফর্মে ফেরাটা নোভাক জকোভিচদের জন্য চ্যালেঞ্জ হয়েই দেখা দিল। কে জানে, বছরের শেষ গ্র্যান্ডস্লামটা হয়তো নাদালেরই হতে যাচ্ছে! ৩১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ইউএস ওপেন। শেষ হবে ১৩ সেপ্টেম্বর। এই টুর্নামেন্টে নাদাল ১৫তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে খেলতে নামবেন। জিতলেই ছাড়িয়ে যাবেন টেনিস কিংবদন্তি পিট সাম্প্রাসকে।