টানা তিন দিনের বৃষ্টির কারণে খেলা পণ্ড হয়েছে। ঢাকা টেস্টের প্রথম দিন পুরো সময় খেলা হলেও পরের দিন মাঠে কোনো বলই গড়ায়নি। দ্বিতীয় দিন সকাল থেকেই বৃষ্টি এতো বেশি ছিল যে ক্রিকেটারদের মাঠেও আসতে হয়নি। তার আগেই খেলা পরিত্যক্ত। তৃতীয় দিন ক্রিকেটাররা মাঠে আসলেও খেলা শুরু হয়নি। গতকাল চতুর্থ দিনও তাই। কারণ ক্রিকেটারদের হোটেলে থাকার সময়টা আরও দীর্ঘ হয়েছে। খাওয়া আর ঘুম ছাড়া এই সময়টা আড্ডা আর মুভি দেখেই কাটান দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। গতকাল সংবাদ সম্মেলনে এসে প্রোটিয়া উইকেটরক্ষক ডেইন ভিলাস বলেন, 'খেলা না হওয়ায় বিরক্ত লাগছে। আমরা খেলার জন্যই মাঠে আসি। তবে সময়টা আমি উপভোগ করছি। হোটেলে বেশির ভাগ সময় মুভি দেখে সময় কাটাই।'
চট্টগ্রাম টেস্টে ব্যাটিং ভালো করতে না পারায় দল থেকে বাদ পড়েছিলেন উইকেটরক্ষক কুইন্টন ডি কক। তার পরিবর্তে অভিষেক হয়েছে ভিলাসের। অভিষেক সম্পর্কে প্রোটিয়ার উইকেটরক্ষক বলেন, 'প্রথম দিন আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। টেস্টে অভিষেক বলে কথা। দক্ষিণ আফ্রিকা দলে খেলা আমার জন্য স্বপ্নের মতো। তবে গত কয়েক দিন খেলা না হওয়ায় আমি খুবই হতাশ। মাঠে খেলার জন্য আসি। আর খেলা না হলে কি ভালো লাগে। বৃষ্টির কারণে আমি খুবই হতাশ। তবে সতীর্থরা সবাই খুব ভালো। তাই উপভোগ করছি সব কিছু।'
প্রথম দিনই ঢাকা টেস্টের নিয়ন্ত্রণ হাতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বোলারদের দাপটে বাংলাদেশকে ব্যাটফুটে পাঠিয়ে দিয়েছিল সফরকারীরা। কিন্তু টানা বৃষ্টির কারণে তিন দিন খেলা না হওয়ায় ম্যাচ এখন ড্রর পথে। আজ খেলা মাঠে গড়ালেও এই টেস্টে ইতিবাচক ফল আসবে না। তাই হতাশ প্রোটিয়া ক্রিকেটাররা।