মধ্যখানের ব্যবধানটা অনেক। প্রায় এক যুগ। ২০০৩ সালের পর ২০১৫ সাল। বাংলাদেশ জাতীয় দল সেই ২০০৩ সালে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে আনন্দে ভাসিয়েছিল গোটা দেশকে। এরপর বছরের পর বছর পেরিয়েছে। ফুটবল দিয়ে আনন্দে মাতোয়ারা হওয়ার মতো ক্ষণ আর আসেনি বাংলাদেশের। না জাতীয় দল, না বয়সভিত্তিক দল- কেউই পারেনি ফুটবলে স্মরণীয় ক্ষণ নিয়ে আসতে। অবশেষে ব্যর্থতা ঝেড়ে ফেলে আনন্দে ভাসলো সারা দেশ। দামাল কিশোরদের হাত ধরে এবার চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরলো বাংলাদেশ। ফাইনালে অবিস্মরণীয় এক জয়ের মাধ্যমে সিলেটের মাঠে উড়ল বিজয়ের লাল-সবুজ পতাকা।
গতকাল বিকালে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে ভারতকে কাঁদিয়ে ছেড়েছে বাংলাদেশ। পুরো ম্যাচে ভুল করলেও টাইব্রেকারে ভারতের সাকলাইন খানের শট ঠেকিয়ে ম্যাচের নায়ক ছিলেন গোলরক্ষক ফয়সল আহমদ।
বিকাল ৫টায় ম্যাচ শুরু হয়। কিন্তু তারও অনেক আগে থেকেই পূর্ণ হয়ে যায় সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারি। দর্শকপূর্ণ স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার পর বাংলাদেশকে চেপে ধরে ভারত। তবে মিনিট দশেক পরেই নিজেদের ফিরে পায় সৈয়দ গোলাম জিলানীর শিষ্যরা। ধীরে ধীরে আক্রমণ শানাতে থাকে শাওন, সাদরা।
ম্যাচের প্রথমার্ধের ১১ মিনিটে বাংলাদেশের মোহাম্মদ শাওনের কর্নার কিকে লাফিয়ে উঠে হেড নেন সাদউদ্দিন। কিন্তু ভারতীয় ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয় সেই হেডটি। ২০ মিনিটে পরিকল্পিত আক্রমণে উঠে বাংলাদেশ। বল পেয়ে ভারতের ডি বক্সের বাইরে থেকে শট নেন বাংলাদেশের ফাহিম মোর্শেদ। তবে ভারতীয় গোলরক্ষক প্রভুষ্কান সিং সেই শট ঠেকান সহজেই। ২১ মিনিটে মধ্যমাঠে বল পান বাংলাদেশের মোহাম্মদ হৃদয়। তার কাছ থেকে বল যায় দলপতি শাওন হোসাইনের কাছে। শাওন থেকে বল পান আরেক শাওন (মোহাম্মদ শাওন)। মোহাম্মদের শাওনের পাস থেকে বল পেয়ে দর্শনীয় হেড নেন মোস্তাফিজ খান। কিন্তু বল চলে যায় পোস্টের সামান্য ওপর দিয়ে।
প্রথমার্ধের ২২ মিনিটে ভারতের বক্সের বাইরে থেকে মোহাম্মদ শাওনের জোরালো শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ৩৩ মিনিটে বাংলাদেশের মোহাম্মদ শাওনের ক্রস থেকে মোস্তাফিজ খান বক্সের কাছে থেকে যে শট নেন, তা ঝাঁপিয়ে পড়ে গ্রিপ করেন ভারতের গোলরক্ষক ও দলপতি প্রভুষ্কান সিং। ৩৫ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে ডি বক্সে বল পেয়ে যান ভারতীয় ফরোয়ার্ড রাহিম আলী। তবে বল ক্লিয়ার করে দলকে বিপদমুক্ত করেন অধিনায়ক শাওন হোসেন। প্রথমার্ধের ৩৯ মিনিটে ভারতের অভিজিৎ সরকারের ক্রস একেবারে ফাঁকায় দাঁড়িয়েও লালদিনপুইয়া শট নেন বাইরে। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে এগিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। ম্যাচের ৪৬ মিনিটে আসে সেই ক্ষণ। গোলের উল্লাসে মাতে বাংলাদেশ। চমৎকার বোঝাপড়ায় আক্রমণে গিয়ে মোহাম্মদ শাওন দুই ভারতীয় ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সে ক্রস করেন। বল পেয়ে যান ফাহিম মোর্শেদ। সহজেই গোল করার কাজটা সারেন মোর্শেদ। গোলের পর পুরো গ্যালারি উল্লাসে ফেটে পড়ে।
৫০ মিনিটে মধ্য মাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে ভারতের বক্সে ঢুকে পড়েন সাদ উদ্দিন। তবে ভারতের গোলরক্ষকের দৃঢ়তায় গোল উৎসবে মেতে উঠার সুযোগ পায়নি বাংলাদেশ। ৫২ মিনিটে বাংলাদেশ ডি বক্সের বেশ বাইরে থেকে ভারতের রাহিম আলীর তীব্র গতির শট দ্বিতীয় প্রচেষ্টায় বাঁচান বাংলাদেশের গোলরক্ষক ফয়সল আহমদ। ম্যাচের ৬৩ মিনিটে বাংলাদেশকে স্তব্ধ করে দেন ভারতের অবিনাশ মরাজকার। প্রায় ৪০ মিটার দূর থেকে নেওয়া জোরালো এক শটে জাল ছিদ্র করেন বাংলাদেশের। ম্যাচের দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে বিদ্যুৎ বিভ্রাটে ম্যাচ বন্ধ থাকে প্রায় ১০ মিনিট। বিদ্যুৎ সমস্যার সমাধানের পর খেলা মাঠে গড়াতে না গড়াতেই বাঁশি বাজিয়ে দেন রেফারি। অতিরিক্ত সময়ের পরিবর্তে সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে প্রথমে শট নেয় বাংলাদেশ। ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করতে ভুল করেননি ফাহিম মোর্শেদ। ফিরতি শটে গোল করে সমতা আনেন ভারতের সৌরভ মেহের। জাহাঙ্গীর আলম সজীবের পরের শটে আবার এগিয়ে যায় বাংলাদেশ। ফিরতি শটে আবারও ভারতকে সমতায় ফেরান মোহাম্মদ রাকিব। এরপর সেই অসাধারণ ক্ষণ! মোহাম্মদ আতিকুজ্জামান গোল করে এগিয়ে রাখেন বাংলাদেশকে। কিন্তু ফিরতি শটে ভারতের অভিজিৎ সরকার মিস করে বসেন! এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ভারতীয় গোলরক্ষককে বোকা বানিয়ে দারুণ শটে গোল করেন বাংলাদেশের সাদ উদ্দিন। এবার চূড়ান্ত মুহূর্ত! চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতোয়ারা হওয়ার মুহূর্ত! ভারতের মোহাম্মদ সাকলাইন খানের শট যে ঠেকিয়ে দিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক ফয়সাল। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সারওয়ার জামান নিপু ও ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশ দলের অধিনায়ক শাওন হোসেন। বাংলাদেশ চ্যম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন।
শিরোনাম
- নদী ভাঙনে বিলীন এক বছরে ১৬২ হেক্টর ফসলি জমি
- ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ
- পশ্চিমবঙ্গে পাকিস্তানি পতাকা নিয়ে অশান্তির ছক, দুই ‘বিজেপি কর্মী’ গ্রেফতার
- ‘জংলি’ সুপারহিট! আয় জানালেন প্রযোজক
- ‘এই কারণেই পেহেলগামে হামলা হয়েছিল’, সনু নিগমের কনসার্টে কন্নড় ভাষা বিতর্ক
- সজারু থেকে গুইসাপ, বন্যপ্রাণীর মাংস খেয়ে বিপাকে ‘লাপাতা লেডিস’ খ্যাত অভিনেত্রী
- রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় নিষেধাজ্ঞার কথা ভাবছেন ট্রাম্প
- উঁচু হিল পরা নিয়ে বিরাটের প্রশ্নে ক্ষুব্ধ আনুশকা!
- চীনের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নামছেন সালমান খান!
- ২৫ টাকায় হানিয়াকে দেখার সুযোগ! ভারতীয়দের টার্গেট করে জালিয়াতি
- পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে : তারেক রহমান
- মা হলেন পাগলী, পিতার পরিচয় জানা যায়নি
- ৫ আগস্ট জনগণ রায় দিয়েছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না: নাহিদ
- যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ
- ধোনির বিদায় চাইলেন গিলক্রিস্ট!
- যুক্তরাজ্যে নিরাপত্তা কমানো নিয়ে প্রিন্স হ্যারির আপিলের রায় আজ
- ২৬ বাংলাদেশি কর্মীর দুর্দশা তদন্তের নির্দেশ ফিজি প্রধানমন্ত্রীর
- ‘এখনও কাশ্মীরের জঙ্গলে’ লুকিয়ে আছে পেহেলগাঁও হামলাকারীরা: ভারতীয় তদন্ত সংস্থা
- বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা
- মে দিবসে আমেরিকায় হাজারের বেশি স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
ফুটবলেও উড়ল বিজয় পতাকা
বাংলাদেশ ১(৪) : ১(২) ভারত
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ
৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পশ্চিমবঙ্গে পাকিস্তানি পতাকা নিয়ে অশান্তির ছক, দুই ‘বিজেপি কর্মী’ গ্রেফতার
৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম