গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানকে ২-০ গোলে হারিয়ে টিটুর শিষ্যরা আগেই সেমিফাইনাল নিশ্চিত করে রাখে। গতকাল কাঠমান্ডু আনফা কমপ্লেক্সে বাংলাদেশ মুখোমুখি হয় স্বাগতিক নেপালের বিপক্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের জয় ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। নেপাল প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতাতে গোল পার্থক্য এগিয়ে ছিল। ড্র করলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেত। কিন্তু জয় নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা। ম্যাচের আগের দিন কোচ সাইফুল বারী টিটু বলেছিলেন নেপাল অত্যন্ত ব্যালেন্সড দল। তাদের বিপক্ষে জিততে হলে ছেলেদের সেরা পারফরম্যান্স শো করতে হবে।
সিলেটে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলাররা আত্দবিশ্বাস নিয়েই নেপালে যায়। প্রথম ম্যাচে ২-০ গোলে জিতলেও যে সহজ সহজ সুযোগ হাত ছাড়া হয়েছে তা কাজে লাগাতে পারলে বাংলাদেশ বড় ব্যবধানেই জিততে পারত। আনফা কমপ্লেক্সে প্রায় ৩ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচে বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্দক খেলা খেলতে থাকে। এ সময় নেপালের রক্ষণভাগ বেশ চাপে ছিল। ২ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত। কিন্তু সুযোগ নষ্ট করায় স্বাগতিকরা বেঁচে যায়। আক্রমণের পর আক্রমণ বাংলাদেশ যে কোনো সময় গোল পেয়ে যাবে খেলার চেহারায় বলে দিচ্ছিল। ১১ মিনিটে সেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় বাংলাদেশ। পরিকল্পিত আক্রমণ থেকে চমৎকার গোল করেন রোহিত সরকার। আগের ম্যাচেও এ তরুণ ফুটবলার গোল করেছিলেন। গোল খাওয়ার পরই নেপাল আক্রমণমুখী হয়ে উঠে। কিন্তু বাংলাদেশের ডিফেন্ডারদের দৃঢ়তায় জালে বল পাঠানো সম্ভব হচ্ছিল না। দুর্ভাগ্য বলতে হয় বাংলাদেশের। ১৮ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় নেপাল। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও তুলনামূলকভাবে ম্যাচে বাংলাদেশেরই প্রাধান্য ছিল। ড্র করতে নেপাল রক্ষণভাগে মনোযোগী হয়ে ওঠে। কিন্তু ৯৩ অর্থাৎ ইনজুরি টাইমে কাউন্টার অ্যাটাক থেকে গোল খেয়ে বসে বাংলাদেশ। তাও আবার আত্দঘাতী। এ সময় নেপালের 'সুনীলের ফ্রি কিক ক্লিয়ার করতে গেলে বাংলাদেশের টুটুল হোসেন বাদশা নিজেদের জালেই বল জড়িয়ে দেন। আর গোলের পরই রেফারি শেষ বাঁশি বাজান। শেষ মুহূর্তে গোল খাওয়াটা যেন বাংলাদেশের অভ্যাসে পরিণত হয়েছে। এর আগে জাতীয় দল বেশ কটি ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে মাঠ ছেড়েছে। গতকাল করল অনূর্ধ্ব-১৯ দল। যাক সেমিফাইনালে বাংলাদেশের সম্ভবত দেখা হবে ভারতের সঙ্গে। ২৭ আগস্ট দুটো সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।