দুই ম্যাচ টেস্ট সিরিজের গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস ও ৬ রানে পরাজিত করেছে শ্রীলংকা। স্বাগতিকদের প্রথম ইনিংসের ৪৮৪ রানের জবাবে সফরকারীরা দুই ইনিংস মিলিয়ে ৪৭৮ রান তুলতে সক্ষম হয়। ফলে ইনিংস ও ৬ রানে পরাজিত হতে হয় জেসন হোল্ডারদের। সফরকারীরা প্রথম ইনিংসে ২৫১ রান ও দ্বিতীয় ইনিংসে ২২৭ রান তুলতে সক্ষম হয়।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে শ্রীলংকা তাদের প্রথম ইনিংসে দিমুথ করুণারত্নের ১৮৬ রান ও দিনেশ চান্দিমালের ১৫২ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ৪৮৪ রানের বড় স্কোর গড়তে সক্ষম হয়। শ্রীলংকান স্পিনার রঙ্গনা হেরাথ ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। হেরাথ প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেন।
উল্লেখ্য, ২২ অক্টোবর থেকে কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৫/ শরীফ