শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্ণামেন্ট খেলতে বন্দরনগরী চট্টগ্রামে পা রেখেছে পাঁচ বিদেশি দল। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নামার পর বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তাদের ফুলের উষ্ণ অভিবাদন জানান আয়োজকরা। পরে তাদের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হোটেল পেনিনসুলায় নিয়ে যাওয়া হয়।
টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি আলী আব্বাস বলেন, 'বিদেশী সব টিম চট্টগ্রামে চলে এসেছে। তাদের কড়া নিরাপত্তা ব্যবস্থায় হোটেল পেনিনসুলায় রাখা হয়েছে। এছাড়া দেশীয় দলগুলোকে রাখা হয়েছে হোটেল আগ্রাবাদে।'
টুর্ণামেন্ট কমিটির আরেক সহ-সভাপতি সিরাজুদ্দিন মো. আলমগীর বলেন, 'চট্টগ্রামে পৌঁছেই ভারতের ইস্ট বেঙ্গল ক্লাব ও কলকাতা মোহামেডান দল অনুশীলনে নেমেছে। বাকি দলগুলো সোমবার অনুশীলন করবে।'
জানা যায়, বিদেশি দলগুলোর মধ্যে রবিবার সকালে সর্বপ্রথম চট্টগ্রামের মাটিতে পা রাখে ভারতের ইস্ট বেঙ্গল ক্লাব ও কলকাতা মোহামেডান। এরপর আসে পাকিস্তানের করাচি ইলেক্ট্রিক ক্লাব ও শ্রীলংকার সলিড এফসি। সর্বশেষ বন্দর নগরীতে পা রাখে আফগানিস্তানের ডি স্পিনগর বাজান।
টুর্ণামেন্টে অংশগ্রহনকারী চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা আগে থেকেই চট্টগ্রামে অবস্থান করছে। অংশগ্রহনকারী দেশি অন্য দুই ক্লাব ঢাকা মোহামেডান ও ঢাকা আবাহনী রবিবার রাতে চট্টগ্রাম আসে। টুর্ণামেন্টে অংশগ্রহণকারী দলগুলো বন্দর স্টেডিয়াম, দামপাড়া পুলিশ লাইন মাঠ, হালিশহর জেলা পুলিশ লাইন মাঠ, শারিরীক শিক্ষা কলেজের মাঠগুলোতে অনুশীলন করবে।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/ এস আহমেদ