দক্ষিণ আফ্রিকা সফররত বাংলাদেশ ‘এ’ দল দেশটির আইরিন ভিলেজার্স ক্লাবের কাছে প্রস্তুতি ম্যাচে ৪ উইকেটে হেরেছে। সোমবার রাতে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭২ রান করে বাংলাদেশ। জবাবে ৩ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পায় আইরিন ভিলেজার্স।
শুরু ও শেষটা মোটামুটি ভালো হলেও মিডল অর্ডারে সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। ৯ ব্যাটসম্যান নিয়ে খেলতে নেমেও হাতড়াতে হয়েছে তাদের। ওপেনার সৌম্য সরকার ৮ রান করে পঞ্চম ওভারেই সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে ৪৭ বলে ৬৬ রানের দারুণ জুটি গড়েন রনি তালুকদার ও লিটন দাস। ৭ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৩৯ করে আউট হন লিটন।
এরপরই দলের বাংলাদেশের ইনিংসে হঠাৎ বিপর্যয় দেখা দেয়। ৩৭ রানের মধ্যে ফিরে যান দলের মূল্যবান ৪ ব্যাটসম্যান। শূন্য রানে সাজঘরে ফেরেন সাব্বির রহমান। অধিনায়ক শুভাগত হোম ফিরেছেন ৯ রান করে। কিছুটা ধরে রেখে ব্যাটিং করা ওপেনার রনিও ১১ চারে ৬৪ বলে ৬৮ করে এ সময়ে সাজঘরে ফিরেন।
শেষ দিকে আবার কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৯৪ রানে ৭ উইকেট হারানো দলকে উদ্ধার করেন মাহমুদুল ও সাদমান। দুজনের অবিছিন্ন জুটিতে আসে ৭৮ রান। মাহমুদুল করেন ৬৯ বলে ৪৩ আর সাদমান করেন ৫৪ বলে ৩৮ রান। এর আগে ৩৩ রানে ফেরেন মিঠুন।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৫/মাহবুব