ব্রাজিলিয়ান তারকা নেইমারকে লাথি মারায় গত ২১ নভেম্বর রাতে লাল কার্ড হজম করতে হয়েছিল রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ফুটবলার ইসকোকে। এবার ২ ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তিও ভোগ করতে হচ্ছে তাকে।
এল ক্ল্যাসিকোর লড়াইয়ে সে রাতে মুখোমুখি হয়েছিল স্পেনের দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলী হিসেবে মাঠে নেমেছিলেন ইসকো। হাইভোল্টেজ ম্যাচে বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমারকে অবৈধভাবে লাথি মেরে বসেন ইসকো। শাস্তি হিসেবে তাই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইসকোকে।
পরবর্তীতে এই বিষয়ে রেফারি ফারনান্দেজ বোরবালানের রিপোর্ট দেখে ইসকোকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ