সাকিববিহীন রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে শুরুতে ব্যাট করে কুমিল্লাকে ৮৩ রানের টার্গেট দেয় রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের ১১.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লার হয়ে ইমরুল কায়েস ২৪ ও স্যামুয়েলস ৩৮ রানে অপরাজিত ছিলেন। ইনিংসের ৬ষ্ঠ ওভারে কুমিল্লার একমাত্র উইকেটটি (মাহমুদুল) নিয়েছেন রংপুরের আরাফাত সানি।
এর আগে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার বোলারদের তোপে পড়ে মাত্র ৩২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে রংপুর। এরপর ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকলে ২০ ওভারে মাত্র ৮২ রানে অলআউট হয় সাকিবের অনুপস্থিতে দলের দায়িত্বে থাকা মিসবাহর দল।
কুমিল্লার পক্ষে ৪ টি উইকেট নিয়েছেন শ্রীলংকান পেসার কুলাসাকারা। অন্যদিকে রংপুরের মিথুন (২৮) ছাড়া কোন ব্যাটসম্যানই দুই অংক স্পর্শ করতে পারেননি।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৫/মাহবুব