জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে মোহাম্মদ আমিরকে ডাকায় অধিনায়ক থেকে পদত্যাগ করেছেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলী। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের হস্তক্ষেপে পরে দায়িত্ব পালন করতে আবারও সম্মত হয়েছেন এই পাক ক্রিকেটার। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
খবরে বলা হয়, ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে জেল খাটা আমিরকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে ডাকায় পিসিবির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। কিন্তু পিসিবি তা গ্রহণ করেননি। পরে আবার পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের হস্তাক্ষেপে অধিনায়কত্ব চালিয়ে যেতে সম্মত হন।
এর আগে, আমিরকে অনুশীলন ক্যাম্পে ডাকার পর ক্যাম্প বয়কট করেন আজহার আলী। একই অভিযোগে ক্যাম্পে যোগ দেননি মোহাম্মদ হাফিজও। তবে পিসিবির হস্তাক্ষেপে পরে তারা ক্যাম্পে ফিরতে সম্মতি দেন।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব