অবৈধ বোলিং অ্যাকশন প্রমাণিত হওয়ায় দেশের মাটিতে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আর বোলিং করতে পারছেন না বাংলাদেশের অফ স্পিনার সঞ্জিত সাহা।
বাংলাদেশ যুব দলের অন্যতম সেরা বোলার সঞ্জিত। গত বুধবার চট্টগ্রামে যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রশ্নবিদ্ধ হয় তার বোলিং অ্যাকশন। নিয়ম অনুয়ায়ী এরপর সঞ্জিতের বোলিং অ্যাকশনের ভিডিও বিশ্লেষণ করেছেন আইসিসির বিশেষজ্ঞ প্যানেল। এরপর রবিবার আইসিসির ওয়েবসাইটে জানানো হয়, অবৈধ প্রমাণিত হয়েছে সঞ্জিতের বোলিং অ্যাকশন।
যদিও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টিম ম্যানেজমেন্টকে অবশ্য শনিবার রাতেই জানানো হয়েছে সঞ্জিতের খবরটি। এ কারণে রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের একাদশে তাই রাখা হয়নি তরুণ স্পিনারকে। তবে আশার কথা হলো সঞ্জিত না খেলতে পারলেও স্কটল্যান্ডকে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে বাংলাদেশ যুবারা।
আইসিসির দাবি, যেহেতু প্রাথমিক পরীক্ষায় তার বোলিং এ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, সেহেতু পরবর্তীতে তার বোলিং ত্রুটি শুধরে আইসিসির পুনঃপরীক্ষার মাধ্যমে নামতে হবে মাঠে। এর আগে আপাতত খেলতে পারছেন না তিনি।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৬/মাহবুব