ভারতে আগামী মাস থেকে অনুষ্ঠেয় ষষ্ঠ আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। স্কোয়াডের সবচেয়ে লক্ষণীয় দিক হচ্ছে এতে তিনজন স্পিনারের অন্তর্ভুক্তি। এই তিন স্পিনার হলেন অফ-স্পিনার নাথান ম্যাককুলাম, লেফট আর্মার মিশেল সান্তনার ও লেগ স্পিনার ইশ সোধি। ভারতীয় কন্ডিশন বিবেচনায় নিয়েই দলে তিনজন স্পিনারকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কিউইদের কোচ মাইক হেসন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে আজ একথা জানানো হয়। খবর রয়টার্সের
বিবৃতিতে কিউই কোচ বলেন, 'ভারতীয় কন্ডিশন মাথায় নিয়ে দলে তিনজন স্পিনার নেয়ার পরিকল্পনা আমাদের আগে থেকেই ছিল ও এই স্পিনাররা দলের জন্য ভিন্ন কিছু করে দেখাবেন।'
আগামী ১৫ মার্চ নাগপুরে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ ক্যাম্পেইন শুরু হবে কিউইদের। ৮ মার্চ থেকে শুরু হবে ৩ এপ্রিল পর্যন্ত চলবে এ আসর। যদিও ষষ্ঠ এ আসরের মূল পর্ব শুরু হবে ১৫ মার্চ থেকেই।
বিশ্বকাপের জন্য কিউই স্কোয়াড : কেইন উইলিয়ামসন [অধিনায়ক], মার্টিন গাপটিল, রস টেলর, হেনরি নিকলস, গ্রান্ট ইলিয়ট, কোরি এন্ডারসন, কলিন মুনরো, লিউক রনচি, মিশেল সান্তনার, নাথান ম্যাককালাম, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, মিশেল ম্যাকক্লেনাঘান, এডাম মিলনে ও ইশ সোধি।
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ