অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার হাতে নাতে পেয়েছেন ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহিল। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে অস্ট্রেলিয়ার অ্যারণ ফিঞ্চকে সরিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ভারতীয় টেস্ট অধিনায়ক।
বর্তমান আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে থাকার বিরাট কোহলির রেটিং পয়েন্ট ৮৯২। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অনবদ্য পারফরম্যান্সের জেরে ৪৭ রেটিং পয়েন্ট বাড়িয়ে ফিঞ্চকে পিছনে ফেলেছেন কোহলি।
উল্লেখ্য, কোহলি এই সিরিজের তিন ম্যাচে যথাক্রমে ৯০, ৫৯ ও ৫০ রান করেন। সুরেশ রায়নাও তিন ধাপ উঠে এসে ১৩ নম্বর স্থান দখল করেছেন।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব